Homeখবররাজ্যধর্ষণ না গণধর্ষণ? আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে প্রশ্ন হাইকোর্টের

ধর্ষণ না গণধর্ষণ? আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে প্রশ্ন হাইকোর্টের

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু এবং নির্যাতন কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে সিবিআই-এর তদন্ত নিয়ে উঠল প্রশ্ন। এই ঘটনা ধর্ষণ না গণধর্ষণ ছিল, তা জানতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালত মামলার কেস ডায়েরিও তলব করেছে।

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআই-এর তদন্তে অনাস্থা প্রকাশ করে নতুন করে তদন্তের আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের অনুমতির পর কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি শুরু হয়। নির্যাতিতার পরিবারের আইনজীবীরা আদালতে জানান, তদন্তে একাধিক ফাঁক রয়ে গেছে, এমনকি সিসিটিভি ফুটেজও নেই। তাঁরা দাবি করেন, আদালতের উচিত তদন্তের ওপর নজরদারি রাখা এবং প্রয়োজনে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া।

শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই-এর আইনজীবীকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন—
১. তরুণী চিকিৎসকের ঘটনা ধর্ষণ না গণধর্ষণ?

২. মূল অভিযুক্ত একজন, নাকি একাধিক ব্যক্তি জড়িত?

৩. অভিযুক্ত সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার পর তদন্ত কতটা এগিয়েছে?

এছাড়া, ভারতীয় ন্যায় সংহিতার ৭০ নম্বর ধারায় তদন্ত হয়েছে কি না, সে বিষয়েও আদালত প্রশ্ন তোলে।

রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আদালত যদি পুনরায় তদন্তের নির্দেশ দেয়, তবে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। তিনি প্রশ্ন তোলেন, অন্যান্য মামলায় সিবিআই সক্রিয় থাকলেও এই ঘটনায় তদন্তের গতি ধীর কেন? তাঁর দাবি, আদালত যেন ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। প্রায় ১ বছর তদন্ত করছে সিবিআই, কী পেল তারা? রাজ্যের মানুষ জানতে চায়, দেশ জানতে চায়।

সিবিআই-এর পক্ষ থেকে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, শুক্রবার কেস ডায়েরি আদালতে জমা দেবে সিবিআই। ওই দিন বিকেল সাড়ে তিনটেয় মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টে।

সাম্প্রতিকতম

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

ছয়দিন ধরে বিজাপুরের কাররেগুট্টা পাহাড়ে চলছে বিশাল সেনা অভিযান। লক্ষ্য মাওবাদী শীর্ষনেতাদের আটকানো। বাহিনীর তরফে এটি হতে পারে চূড়ান্ত ধাপ।

পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে জায়গা চিহ্নিত, অস্থায়ী স্থানান্তরে অনীহা

পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে ৮৫ হাজার স্কয়ার ফুট জায়গা চিহ্নিত করল কলকাতা পুরসভা। নতুন করে নির্মাণের আগে অস্থায়ীভাবে বসানো হবে দোকান।

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

আরও পড়ুন

গ্রুপ সি ও ডি কর্মীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি বাতিল হলেও মিলবে আর্থিক সহায়তা

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ২৫ হাজার ও ২০ হাজার টাকা মাসিক সহায়তা দেওয়া হবে।

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা, কলকাতায় উষ্ণতম দিনের পূর্বাভাস

বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় আগামী ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহ হতে পারে। কলকাতায় বৃষ্টির আশা না থাকলেও থাকতে পারে অস্বস্তিকর গরম।

‘আইনের পথে চলুন, রিভিউ পিটিশন দুর্বল হলে ক্ষতি হবে আপনাদেরই’: এসএসসি আন্দোলনকারীদের সতর্কবার্তা ব্রাত্যের

অযোগ্যদের তালিকা নিয়ে উত্তেজনা, আন্দোলনকারীদের রিভিউ পিটিশন দুর্বল না করতে সতর্ক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকারি সাহায্যের আশ্বাসও দিলেন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে