বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে তৃণমূল এবং বিজেপির মধ্যে বিরল ঐক্যের ছবি ধরা পড়ল। বাংলা ভাগ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা শেষে, শাসক-বিরোধী দুই পক্ষ অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যৌথ প্রচেষ্টায় বিধানসভায় সংশোধিত প্রস্তাব পেশ হয়।
শুভেন্দুর একটি মন্তব্য তৃণমূলের আনা প্রস্তাবে যোগ করে নেওয়ার পর, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সংশোধিত প্রস্তাব পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর সরকার উত্তরবঙ্গের উন্নয়নে ১ লক্ষ ৬৭ হাজার কোটি টাকা খরচ করেছে। তিনি বলেন, “আমরা অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই। আমরা বিভাজন চাই না।”
বিজেপির একাধিক জনপ্রতিনিধির নাম করে বাংলা ভাগে প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলে তৃণমূল। শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে প্রস্তাব আনতে অনুরোধ জানান। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার উদ্দেশে বলেন, “আপনারাই এই প্রস্তাব আনতে পারতেন।” এরপর মমতার নির্দেশে শুভেন্দুর বক্তব্য যোগ করে সংশোধিত প্রস্তাব জমা দেন শোভনদেব।
বিধানসভায় শাসক ও বিরোধী পক্ষের সমর্থনে বিকল্প প্রস্তাব পাশ হয়। অধিবেশন শেষ হওয়ার পর শাসক বিধায়করা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং পাল্টা বিজেপি বিধায়করা ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেন। বিধানসভার বাইরে রাজ্য সরকারের প্রস্তাবের সমালোচনা বজায় রেখেছেন শুভেন্দুয তিনি বলেন, “প্রস্তাবের নামে একটি রাজনৈতিক লিফলেট পেশ করা হয়েছিল। আমরা প্রত্যেকে অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।”