৩৫০ বছর ধরে জগ্ননাথদেবকে না চাপিয়েই টানা হয় বর্ধমান রাজবাড়ির রথ

0

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রথ টানা হয় কিন্তু রথে থাকেন না জগ্ননাথ দেব। এটাই বিশেষত্ব বর্ধমান রাজবাড়ির। দীর্ঘ ৩৫০ বছর ধরে চলে আসছে এই রীতি। বর্ধমানের রাজা তেজচাঁদের রাজত্বকাল থেকে শুরু করে আজ অবধি এভাবেই হয়ে আসছে বর্ধমান রাজবাড়ির রথযাত্রা।  একটি নয় দু-দুটি রথ টানা হয় এখানে। কোনো রথেই দেখা মেলে না জগ্ননাথ দেবের।  একটি কাঠের ও অন্যটি পিতলের। পিতলের রথে জগ্ননাথের বদলে বিরাজ করেন শ্রীকৃষ্ণ। কাঠের রথে রাখা হয় রাজ বাড়ির মন্দিরের লক্ষ্মী-নারায়ণ শিলা। রথের দিন সকাল ৭ টায় এই রথ টানা হয়। সময়ের হেরফের হয় না কখনওই। বাইরে বের করা না হলেও রাজবাড়ির প্রাঙ্গণের মধ্যেই রথ টানতে ভিড় জমান বর্ধমানবাসী।

সব নিয়মই রাজবাড়ির ঐতিহাসিক রীতিনীতি মেনেই হয় এখনও। তাই আর এই রীতি পালটাবার প্রশ্ন আসে না। তবে রাজার রাজত্ব চলে গেলেও ৩৫০ বছরের রাজবংশের রথকে এখনও  সচল রেখেছেন রাজবাড়ির কনিষ্ঠ পুত্র ডাঃ প্রণয়চাঁদ মহতাব।  বর্তমানে রাজবাড়ির পুজোর সমস্ত খরচ ও দায়িত্ব তিনিই বহন করেন। তবে রাজা তেজচাঁদের রাজত্বকালের জাঁকজমক আজ আর নেই। বিরল রীতিই নজর কাড়ে বছর বছর।

বিজ্ঞাপন