আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে ফাঁসির দাবিতে এবার হাই কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
এই ঘটনার নিম্ন আদালতের রায় ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মালদহে দাঁড়িয়ে জানিয়েছিলেন যে, তিনি দোষীর ফাঁসির দাবিতে অনড়। এবার এক্স হ্যান্ডেলে তিনি ওই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, এই অপরাধ ‘বিরলতম’ শাস্তি দাবি করে।
মমতা লিখেছেন, ‘‘আরজি করের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় নিম্ন আদালতের রায় শুনে আমি স্তম্ভিত। কীভাবে এই রায়ে ঘটনাটিকে বিরলতম বলা হলো না? আমি নিশ্চিত, এই ঘটনাটি বিরলতম এবং এর জন্য মৃত্যুদণ্ড হওয়া প্রয়োজন। আমরা রাজ্য সরকার থেকে হাই কোর্টে ফাঁসির দাবিতে আবেদন জানাব।’’
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, গত কয়েক মাসে এ ধরনের অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। কিন্তু আরজি করের মতো নৃশংস ঘটনার ক্ষেত্রে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত, সম্প্রতি জয়নগর, ফরাক্কা, গুড়াপে নির্যাতনের ঘটনায় মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে নিম্ন আদালত।