নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত আইভি প্রসাদ (২০) উত্তর ২৪ পরগনার কামারহাটির ইএসআই হাসপাতালের কোয়ার্টারে তাঁর মায়ের সঙ্গে থাকতেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে বহুবার ফোন করার পরও কোনো উত্তর না পেয়ে আইভির মা, যিনি স্থানীয় ইএসআই হাসপাতালের চিকিৎসক, নিজেই তাঁর ঘরে যান। তখনই মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ
ঘটনার পরপরই কামারহাটি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। যদিও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবু এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিক অনুমান। পুলিশের জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ আরও জানিয়েছে, মেয়েটির বাবা মুম্বইয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিক। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার এবং সহপাঠীরা শোকস্তব্ধ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।