কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিত চিকিৎসকের বাবা-মা সোমবার বিধানসভায় গেলেন। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তাঁরা বিধানসভায় যান এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। নির্যাতিতার পরিবারের সদস্যেরা দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছন। সূত্রের খবর, তাঁদের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করার কথা রয়েছে।
শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য বিধায়কেরাও। নির্যাতিতার মা বিধানসভা চত্ত্বরে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে বলেন, ‘‘আমার পাশে সবাই দাঁড়াচ্ছে, আগামী দিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কী অপরাধ করেছিল, যে তাকে এমন নির্মমভাবে মারা হল?’’ এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
তিনি আরও বলেন, ‘‘মহিলারা কি আজও কাজের জায়গায় সুরক্ষিত? আজও জানতে পারলাম না, সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল।’’ নির্যাতিতার বাবাও কান্নায় ভেঙে পড়েন, তাঁর চোখ মুছিয়ে দেন শুভেন্দু অধিকারী। সেই বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও কেঁদে ফেলেন।
শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বলেন, ‘‘নির্যাতিতার জন্য সুবিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে, আইন এবং গণতন্ত্র মেনে বিধানসভার ভিতরে এবং বাইরে প্রধান বিরোধী দলের সমস্ত বিধায়ক ধর্নায় বসবেন। আমরা দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার চাই।’’
গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ পথে নেমেছেন। চিকিৎসকদের আন্দোলন, অনশন এবং কর্মবিরতি হয়েছে। এই মামলার বিচারপ্রক্রিয়া বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে।