Homeখবররাজ্যআরজি করের নির্যাতিতার বাবা-মা বিধানসভায়, সুবিচারের দাবিতে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ

আরজি করের নির্যাতিতার বাবা-মা বিধানসভায়, সুবিচারের দাবিতে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ

প্রকাশিত

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিত চিকিৎসকের বাবা-মা সোমবার বিধানসভায় গেলেন। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তাঁরা বিধানসভায় যান এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। নির্যাতিতার পরিবারের সদস্যেরা দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছন। সূত্রের খবর, তাঁদের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য বিধায়কেরাও। নির্যাতিতার মা বিধানসভা চত্ত্বরে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে বলেন, ‘‘আমার পাশে সবাই দাঁড়াচ্ছে, আগামী দিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কী অপরাধ করেছিল, যে তাকে এমন নির্মমভাবে মারা হল?’’ এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তিনি আরও বলেন, ‘‘মহিলারা কি আজও কাজের জায়গায় সুরক্ষিত? আজও জানতে পারলাম না, সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল।’’ নির্যাতিতার বাবাও কান্নায় ভেঙে পড়েন, তাঁর চোখ মুছিয়ে দেন শুভেন্দু অধিকারী। সেই বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও কেঁদে ফেলেন।

শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বলেন, ‘‘নির্যাতিতার জন্য সুবিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে, আইন এবং গণতন্ত্র মেনে বিধানসভার ভিতরে এবং বাইরে প্রধান বিরোধী দলের সমস্ত বিধায়ক ধর্নায় বসবেন। আমরা দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার চাই।’’

গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ পথে নেমেছেন। চিকিৎসকদের আন্দোলন, অনশন এবং কর্মবিরতি হয়েছে। এই মামলার বিচারপ্রক্রিয়া বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে।

সাম্প্রতিকতম

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

কেদারনাথ যাত্রার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। পাল্টাচ্ছে হেলি-পরিষেবার নিয়ম।

চোখের জ্যোতি ধরে রাখতে ডায়েটে রাখুন কালো কিশমিশ, জানুন আরও উপকারিতা

চোখের সমস্যা বাড়ছে স্ক্রিনটাইমের কারণে? রোজ খান কালো কিশমিশ। চোখের রেটিনা সুরক্ষা থেকে শুরু করে হৃদযন্ত্র, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ড্রাই ফ্রুটস।

ইরান বনাম ইসরায়েল: সামরিক উত্তেজনার পারদ চড়ছে, কে কতটা শক্তিশালী?

নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েল-ইরান সংঘর্ষের আশঙ্কা। গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে কে এগিয়ে, জানুন বিস্তারিত।

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আরও পড়ুন

উত্তর-দক্ষিণবঙ্গ সংযোগে নতুন দিগন্ত: শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস চালু হচ্ছে ২০ জুন

উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি রেল সংযোগ গড়ে তুলতে চালু হচ্ছে শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। নশিপুর রেলসেতু হয়ে প্রথম এক্সপ্রেস পরিষেবা।

১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

১৬ জুন থেকে গোটা পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রাও নামবে উল্লেখযোগ্যভাবে।

রাজ্যে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ, বিধানসভায় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

রাজ্যে গৃহস্থের পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও স্মার্ট মিটার বসানো বন্ধ। বিধানসভায় এ কথা স্পষ্ট করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিরোধিতা কেন্দ্রের চাপের অভিযোগ ঘিরে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে