Homeখবররাজ্যআরজি করের নির্যাতিতার বাবা-মা বিধানসভায়, সুবিচারের দাবিতে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ

আরজি করের নির্যাতিতার বাবা-মা বিধানসভায়, সুবিচারের দাবিতে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ

প্রকাশিত

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিত চিকিৎসকের বাবা-মা সোমবার বিধানসভায় গেলেন। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তাঁরা বিধানসভায় যান এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। নির্যাতিতার পরিবারের সদস্যেরা দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছন। সূত্রের খবর, তাঁদের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য বিধায়কেরাও। নির্যাতিতার মা বিধানসভা চত্ত্বরে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে বলেন, ‘‘আমার পাশে সবাই দাঁড়াচ্ছে, আগামী দিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কী অপরাধ করেছিল, যে তাকে এমন নির্মমভাবে মারা হল?’’ এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তিনি আরও বলেন, ‘‘মহিলারা কি আজও কাজের জায়গায় সুরক্ষিত? আজও জানতে পারলাম না, সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল।’’ নির্যাতিতার বাবাও কান্নায় ভেঙে পড়েন, তাঁর চোখ মুছিয়ে দেন শুভেন্দু অধিকারী। সেই বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও কেঁদে ফেলেন।

শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বলেন, ‘‘নির্যাতিতার জন্য সুবিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে, আইন এবং গণতন্ত্র মেনে বিধানসভার ভিতরে এবং বাইরে প্রধান বিরোধী দলের সমস্ত বিধায়ক ধর্নায় বসবেন। আমরা দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার চাই।’’

গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ পথে নেমেছেন। চিকিৎসকদের আন্দোলন, অনশন এবং কর্মবিরতি হয়েছে। এই মামলার বিচারপ্রক্রিয়া বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে।

সাম্প্রতিকতম

সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী ২০২৫: ইতিহাস এবং তাৎপর্য

প্রতিবছর ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী উদযাপিত হয়। ২০২৫ সালে, এই দিনটি বৃহস্পতিবার...

বাঘাযতীনে হেলে পড়ল ফ্ল্যাটবাড়ি, কোনও বাসিন্দা না থাকায় এড়ানো গিয়েছে দুর্ঘটনা

দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্ক। তবে বাসিন্দারা আগেই সরিয়ে নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রশাসন তদন্তে নেমেছে।

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক

মালদহের কালিয়াচকে তৃণমূল নেতার উপর গুলি চালানোর ঘটনা। এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

লস অ্যাঞ্জেলেস দাবানল: তীব্র হাওয়ার কারণে আরও ছড়াতে পারে আগুন, সতর্কতা আবহাওয়া দফতরের

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪। ৪০,০০০ একর এলাকা পুড়ে ছাই। ৭০ মাইল প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা।

আরও পড়ুন

টানা ৪ দিন শিয়ালদহ-ডানকুনি শাখায় কোনও ট্রেন চলবে না

বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো সেতুর মেরামতির কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল চার দিনের জন্য বন্ধ থাকবে। বাতিল হচ্ছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

আপতত নিষিদ্ধ রিঙ্গার স্যালাইন, তদন্তে ‘হিউম্যান এরর’ এর ইঙ্গিত

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুর অভিযোগে রাজ্যের হাসপাতালে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার নিষিদ্ধ। প্রাথমিক তদন্তে ‘হিউম্যান এরর’ এবং অন্যান্য ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া দায়ী বলে রিপোর্ট।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর পর সরকারের জরুরি সিদ্ধান্ত, ১০ তরল ওষুধ ‘নিষিদ্ধ’ সব সরকারি হাসপাতালে

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর পর রাজ্য স্বাস্থ্য দপ্তরের জরুরি পদক্ষেপ, ১০টি তরল ওষুধ নিষিদ্ধ করা হলো। কী কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, জানুন বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে