siliguri ritika

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পরীক্ষা ভালো দিয়েছিল কিন্তু মেধাতালিকায় দশজনের মধ্যে থাকবে সেটা ভাবতে পারেনি উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থানাধিকারী শিলিগুড়ির ঋত্বিকা কাঞ্জিলাল। ফল প্রকাশের পরে খুশির হাওয়া ঋত্বিকার বাড়িতে।

পড়াশোনা ছাড়াও নাচ, গান, খেলাধুলো, টিভি দেখা, সিনেমা দেখা, সবই করেছে ৪৮৪ নম্বর পাওয়া শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ঋত্বিকা। অকপট ঋত্বিকা জানায়, খুব ভোরে উঠে পড়া বা রাত জেগে পড়ারও বেশি অভ্যাস ছিল না তার। যখন ইচ্ছে করেছে তখনই পড়াশোনা করেছে সে। ছ’টি বিষয়ে তার গৃহশিক্ষক ছিল। তার সাফল্যের পেছনে গৃহশিক্ষকদের অবদান ছাড়াও নিজের পরিবার এবং স্কুলের অবদানের কথাও বলতে ভোলেনি ঋত্বিকা।

স্কুলের গণ্ডি পার করে এ বার কলেজে ঢুকবে সে। তবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, ফিজিক্স নিয়ে পড়াশোনার করার ইচ্ছে তার। ভবিষ্যতে গবেষণার লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে বলেও সাংবাদিকদের জানায় ঋত্বিকা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here