Purulia hospital
খসে পড়ল ছাদের একাংশ। ছবি: প্রতিবেদক

শুভদীপ চৌধুরী, পুরুলিয়া: বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে কোনো রকমে রক্ষা পেলেন পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের রোগী ও রোগীদের প্রিয়জনেরা । এমনিতেই বৃষ্টির প্রকোপে নাজেহাল জেলাবাসী, এর ওপর আজ আবার ঘটল দুর্ঘটনা । বুধবার হঠাৎই খসে পড়ল পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের প্রসূতি বিভাগের ছাদের একাংশ ।

জানা যায়, বুধবার হঠাৎই পুরুলিয়া সদর হাসপাতালের ছাদের একাংশ খসে পড়ে । ঘটনাকে ঘিরে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের মধ্যে । এ দিন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিনের বৃষ্টির কারণে এ দিন এই ছাদের একাংশ খসে পড়ে, এ ছাড়াও হাসপাতালের বিল্ডিংটি দীর্ঘদিনের পুরনো ও সংরক্ষণও তেমনভাবে হয়নি, তাই এই দুর্ঘটনা ।

খসে পড়েছে এই অংশটি। ছবি: প্রতিবেদক

অন্যদিকে রোগীদের দেখতে আসা পরিজনেরা জানান, এই বিল্ডিংয়ের এই ছাদের তলায় বসে থাকেন অনেকেই, আজ কেউ না থাকায় তেমনভাবে ক্ষতি হয়নি তাই রক্ষে । হাসপাতাল কর্তৃপক্ষ এ দিন জানান, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এই বিল্ডিংয়ের অংশ পুনর্নির্মাণ করা হবে ।

শরতে কলকাতাতেই চিন! চিনে খুঁজে নিন


মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here