রাজ্য
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ইরাকে নিহত সমর টিকাদারের স্ত্রী
কলকাতা: চার বছর পর সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে, ইরাকের মসুলে আইএস জঙ্গিদের হাতে নিহত হয়েছেন অপহৃত ৩৯ জন ভারতীয়। যাঁর মধ্যে রয়েছেন দুই বাঙালি সমর টিকাদার এবং খোকন সিকদার। সে খবর পাওয়ার পর দু’দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তাঁদের পরিবার বৃহস্পতিবারেও জানতে পারেনি সেই মরদেহ কবে, কখন, কী ভাবে পাওয়া যাবে। এ ব্যাপারে কোনো […]
কলকাতা: চার বছর পর সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে, ইরাকের মসুলে আইএস জঙ্গিদের হাতে নিহত হয়েছেন অপহৃত ৩৯ জন ভারতীয়। যাঁর মধ্যে রয়েছেন দুই বাঙালি সমর টিকাদার এবং খোকন সিকদার। সে খবর পাওয়ার পর দু’দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তাঁদের পরিবার বৃহস্পতিবারেও জানতে পারেনি সেই মরদেহ কবে, কখন, কী ভাবে পাওয়া যাবে। এ ব্যাপারে কোনো নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি জেলা শাসকও। তবে এই উদ্বেগের মধ্যেই দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মৃত সমরবাবুর স্ত্রী দিপালীদেবী চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে।
দিপালীদেবী বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার আর্থিক অবস্থার কথা জানাতে চাই। আমি একটা কাজ চাইব তাঁর কাছে। আমি জানি দিদি আমার কথা শুনবেন।’
তিনি বলেন, ‘এত দিন ভাবতাম স্বামী ফিরে এলে আজকের দুরবস্থা ঘুঁচবে। তাঁর ফেরার আশাতেই ছিলাম। কিন্তু এখন আর কোনো আশা নেই। আমার ছেলে সুদীপ ১০ ক্লাসের পরীক্ষার জন্য পড়ছে আর মেয়ে শর্মিষ্ঠা পড়ে ক্লাস ফোরে। ওদের পড়াশোনার টাকাই বা জোগাড় করব কোথা থেকে?’
উল্লেখ্য বর্তমানে দিপালীদেবী সুসংহত শিশুবিকাশ কেন্দ্রের কর্মী। মাসিক ৪৮০০ টাকার চুক্তিতে তিনি ওই কাজে যুক্ত রয়েছেন। কিন্তু এই টাকায় যে আর তাঁর পক্ষে জীবন চালানো সম্ভব নয়, সে কথাই তিনি বলতে চান মুখ্যমন্ত্রীকে।
তেহট্রে বাসিন্দা নিহত খোকন শিকদারের মেয়েকে ইতিমধ্যেই সরকারি বিভাগে কাজের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিধায়ক গৌরিশঙ্কর দত্ত। স্বাভাবিক ভাবেই দিপালীদেবীর দাবিও অমূলক নয় বলে মনে করছেন প্রতিবেশীরাও। কারণ, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র মরদেহগুলি ১০ দিনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসার কথা ঘোষণা করলেও, আলাদা করে সংশ্লিষ্ট পরিবারগুলির পাশে দাঁড়াতে কোনো উদ্যোগ নেয়নি।
দঃ ২৪ পরগনা
বালি দিয়ে তৈরি ভাস্কর্যে রাজ্য সরকারের এক গুচ্ছ প্রকল্প, আগে দেখেছেন?
স্বাস্থ্যসাথী, রূপশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী ও অন্যান্য কর্মসূচিকে সামনে রেখে বালি দিয়ে তৈরি করা হয় একটি ভাস্কর্য।

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: ভোট ঘোষণা হয়ে গিয়েছে। চলছে প্রার্থী তালিকা ঘোষণার শেষ মুহূর্তের প্রস্তুতি। গঙ্গাসাগরের বেলা ভূমিতে এরই মাঝে ফুটে উঠল রাজ্যের সরকারের বিভিন্ন প্রকল্পের ভাস্কর্য-রূপ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বারের জন্য পেতে গঙ্গাসাগরে ইতিমধ্যে যজ্ঞ করেছেন সাগরের বিধায়ক। আর এ বার গঙ্গাসাগরের বেলা ভূমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচি যেমন স্বাস্থ্যসাথী, রূপশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী ও অন্যান্য কর্মসূচিকে সামনে রেখে বালি দিয়ে তৈরি করা হয় একটি ভাস্কর্য।

শিল্পী দেবতোষ দাস এই ভাস্কর্যটি তৈরি করেন। তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় যাতে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হন, সোমবার তাই সকাল ৬টা থেকে বালি দিয়ে এই কাজ শুরু করি এবং তা শেষ করি দুপুর ২টোয়”।
সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন শিল্পীকে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ১২৫ জন ব্রাহ্মণ ও ২৫ জন বৈষ্ণব নিয়ে যজ্ঞ হয় সাগরে। মা মাটি মানুষের সরকারের মঙ্গল কামনায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রীপদে নির্বাচিত করার লক্ষ্যেই ওই যজ্ঞ বলে জানান বিধায়ক।
আরও পড়তে পারেন: মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী চেয়ে সাগরে মহাযজ্ঞ করলেন বিধায়ক
রাজ্য
নচিকেতা-দিলীপ ঘোষ সাক্ষাতের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সব জল্পনা উড়িয়ে দিলেন শিল্পী
নিজেকে ‘প্রাইভেট কমিউনিস্ট’ হিসেবেও পরিচয় দিয়েছেন নচিকেতা।

খবরঅনলাইন ডেস্ক: বিজেপিশাসিত গুজরাতে সাম্প্রদায়িক দাঙ্গার পর একটি গান লিখেছিলেন তিনি। সেখানে কয়েকটি শব্দ ছিল ‘তুমি আসবে বলেই দেশটা এখনও গুজরাত হয়ে যায়নি।’ সেই নচিকেতাকেই যখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা গেল, স্বাভাবিক ভাবেই নানা রকম জল্পনা তৈরি হয়ে গেল। যদিও সব জল্পনা উড়িয়ে দিয়েছেন নচিকেতা।
বাংলা আধুনিক গানে ১৯৯০ উত্তরকালে সুমনের পর পরই যে বর্ণময় চরিত্রের নাম আসে, তিনি নচিকেতা চক্রবর্তী। দিলীপের সঙ্গে নচিকেতার এক ফ্রেমে ছবিই এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
বাম আমলে বামের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন নচিকেতা, এমনই বলেন অনেকে। কিন্তু ২০০৯ সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। বাম বিরোধী বিদ্বজ্জনদের কর্মসূচিতে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। তৃণমূল ক্ষমতায় আসার পরও নচিকেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কাছের লোক’ বলেই পরিচিত ছিলেন। সেই নচিকেতাকে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে এক ফ্রেমে দেখে কৌতূহল উপচে পড়েছে নেট মাধ্যমে।
যদিও নচিকেতা সাফ জানিয়েছেন, তিনি নন, দিলীপ ঘোষ এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। আনন্দবাজার ডিজিটালকে তিনি বলেছেন, ‘‘আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে অনেকেই ছিলেন। হঠাৎ দেখি দিলীপ ঘোষ আমার সঙ্গে দেখা করতে এলেন। তিনি আমার গান পছন্দ করেন। তাঁর রাজনৈতিক আদর্শে আমি বিশ্বাস করি না। কিন্তু তাতে কী এল-গেল। আমি তো অসভ্য নই। শিষ্টাচার দেখিয়েছি।”
এই প্রসঙ্গে নিজেকে ‘প্রাইভেট কমিউনিস্ট’ হিসেবে পরিচয়ও দিয়েছেন নচিকেতা। তিনি বলেন, “উনি আমার গান ভালবাসেন সেই সূত্রেই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন।’’
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত
রাজ্য
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত
মালদহ-মুর্শিদাবাদের যে আসনগুলোয় সিপিএম এগিয়ে ছিল, সেগুলো আব্বাসকে ছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

খবরঅনলাইন ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে (WB Polls 2021) কংগ্রেস ৯২টি আসনে লড়বে। এমনই জানালেন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhirranjan Chowdhury)। সোমবার বিধান ভবনের বামফ্রন্টের নেতাদের বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। যদিও ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে জট এখনও অব্যাহত।
সোমবার বিধান ভবনে সিপিএম ও কংগ্রেস নেতারা বৈঠকে বসেন। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে ওই বৈঠক। বৈঠকে সিপিএমের তরফে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। অন্য দিকে, কংগ্রেসের তরফে ছিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী, সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
জোটে জট এখনও রয়েছে মূলত আইএসএফ এবং কংগ্রেসের মধ্যে। আব্বাস মালদহ এবং মুর্শিদাবাদে লড়তে চাইলে তাতে আপত্তি জানায় কংগ্রেস। কংগ্রেসের ঘোষিত অবস্থান, ওই দুই জেলা থেকে কোনো ভাবেই আইএসএফ-কে একটিও আসন ছাড়া হবে না। কারণ ওই দুই জেলায় কংগ্রেস সব থেকে বেশি শক্তিশালী।
অন্য দিকে, নিজেদের সংগঠন ও সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে আব্বাসও নিজের অবস্থানে অনড়। তবে সোমবার সিপিএম-কংগ্রেসের বৈঠকে সামান্য একটা রফা সূত্র মিললেও কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়।
মালদহ-মুর্শিদাবাদের যে আসনগুলোয় সিপিএম এগিয়ে ছিল, সেগুলো আব্বাসকে ছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সিপিএমের তরফে তেমন ইঙ্গিতই মিলেছে। যদিও কংগ্রেস এখনই কোনো তালিকা প্রকাশ করতে নারাজ।
কংগ্রেসের তরফে অধীর বলেন, ‘‘আমরা ৯২ আসনে লড়ব। সেটা চূড়ান্ত। তবে প্রার্থী তালিকা এখনই প্রকাশ করা হবে না। আসনগুলোর নাম দু’এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে। সংযুক্ত মোর্চায় নতুন দল আসার জন্য নতুন করে সব কিছু ভাবতে হচ্ছে। দেরিও হচ্ছে সে জন্য।’’
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?
-
রাজ্য2 days ago
ব্রিগেড সমাবেশ: দরকারে ‘শান্তিনিকেতন’ বাড়ি নিলাম করে প্রতারিত মানুষের টাকা ফেরত, হুঁশিয়ারি মহম্মদ সেলিমের
-
রাজ্য2 days ago
পশ্চিমবঙ্গে ফিরতে পারে তৃণমূল সরকার, কী বলছে সমীক্ষা
-
ভ্রমণের খবর3 days ago
দোলেই ভোট! পর্যটন ব্যবসায়ে ব্যাপক ক্ষতির আশঙ্কায় হতাশ রাঢ়বঙ্গ
-
ফুটবল2 days ago
পাঁচ গোল করেও ওড়িশার কাছে ছয় গোলের মালা পরল ইস্টবেঙ্গল