কলকাতা: বছরের শুরুতেই সরস্বতী পুজো। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। এ বার ২৬ জানুয়ারি, বাংলায় ১১ মাঘ (বৃহস্পতিবার) সরস্বতী পুজো পড়েছে। আবার সেদিনই সাধারণতন্ত্র দিবসও পালিত হবে।

সাধারণত সরস্বতী পুজো বিদ্যা ও সঙ্গীতের আরাধনাকে কেন্দ্র করে পালন করা হয়। সরস্বতী পুজোর দিন পডুয়ারা বই, কলম, পেন্সিল ইত্যাদির পুজোও করে। ছবি: রাজীব বসু

সরস্বতী মূর্তি গড়তে ব্যস্ত শিল্পী। হাওড়া নবান্নর কাছে। ছবি: রাজীব বসু

ক্লাব, অফিস থেকে ঘরে ঘরে হয় সরস্বতী পুজো। ফলে প্রতিমার চাহিদাও থাকে যথেষ্ট। ছবি: রাজীব বসু

কুমোরটুলিতে প্রতিমা গড়তে ব্যস্ত শিল্পীরা। ছবি: রাজীব বসু

সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ। বৃষ্টির আশঙ্কায় প্লাস্টিক দিয়ে ঢাকা প্রতিমা। ছবি: রাজীব বসু
