কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দিতে রাজ্যকে ফের সময়সীমা বেঁধে দিল স্য়াট (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল)।
গত বছরের জুলাইয়ে স্যাট এক বছরের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দেয়। রাজ্য সরকার স্যাটের আগের নির্দেশ না মানায় আদালত অবমাননার মামলা করেছিল সরকারি কর্মচারীদের সংগঠন। আগের নির্দেশে বলা হয়েছিল, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগেই ২০০৬ সাল থেকে বকেয়া যাবতীয় পাওনা সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে।
১৮ জুন শুনানি শেষ হওয়ার পর পরের সপ্তাহেই ডিএ মামলার রায় ঘোষণা করে স্যাট। কিন্তু ২০১৯ সালের ২৬ জুলাই স্যাটের নির্দেশের পরেও তা কার্যকর করেনি রাজ্য সরকার। আদালত জানিয়ে দেয়, ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য। তা সরকারকে দিতেই হবে। ২৬ জুলাই থেকে ছ’মাসের সময়সীমা বেঁধে দেয় আদালত। তখন রাজ্য সরকার রিভিউ পিটিশন করলেও তা খারিজ হয়ে যায়।
এ দিন ভার্চুয়াল মাধ্যমেই কর্মী সংগঠনের আবেদনের শুনানি হয়। এ দিন স্যাট ফের রাজ্যকে নির্দেশ দেয়, বকেয়া ডিএ আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে।
তবে কর্মী সংগঠনগুলি ধারণা করছে, স্যাটের এই নির্দেশের পর ফের আদালতে যেতে পারে রাজ্য। যে কারণে কর্মী সংগঠনগুলিও পাল্টা প্রস্তুতি নিচ্ছে।
বকেয়া বেড়ে ২১ শতাংশ!
ষষ্ঠ বেতন কমিশন চালু হলেও বকেয়া ডিএ দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছিল রাজ্যের তরফে। অন্য দিকে করোনাভাইরাস পরিস্থিতির জন্য আগামী দেড় বছর কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াবে না বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু গত জানুয়ারিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়। সে ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ২১ শতাংশে ঠেকেছে বলে দাবি করেছে সংগঠনগুলি।
আরও পড়তে পারেন: ডিএ মামলায় রাজ্য সরকারের আর্জি খারিজ স্যাটে