খবরঅনলাইন ডেস্ক: কোভিডে (Covid 19) আক্রান্ত হলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Saumitra Chatterjee)। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। শরীরে করোনাভাইরাসের লক্ষ্মণ ধরা পড়ছিল। জ্বর ছিল। ঝুঁকি না নিয়ে এর পরেই কোভিড টেস্ট করানো হয় তাঁর। সেই রিপোর্ট পজিটিভ আসে। বয়স অনেকটাই বেশি বলে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলবে। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
করোনা পরিস্থিতির মধ্যে কিছু দিন আগেই শুটিংয়ে যোগ দিয়েছিলেন প্রবাদপ্রতিম শিল্পী। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় নিজের পরিচালনায় নিজের জীবননির্ভর সিনেমা ‘অভিযান’-এর (Abhijaan) শুটিং সম্পূর্ণ করেছিলেন।
সেই শুটিং চলাকালীনই করোনায় কোনো ভাবে সংক্রমিত হয়ে থাকতে পারেন সৌমিত্রবাবু।
টলিউডে কোভিডের থাবা নতুন নয়। এর আগে সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। এর পর রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। তবে সৌমিত্রবাবুর বয়স বেশি হওয়ায় তাঁকে নিয়ে চিন্তা অনেকটাই বেশি টলিপাড়ায়।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
রাজ্যে পুরভোট নিয়ে সিদ্ধান্ত দীপাবলির পর, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।