সুপ্রিম কোর্ট ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন মঞ্জুর করেছে। আদালত নির্দেশ দিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে তিনি জামিন পাবেন। তবে তার আগে ইডিকে এই মামলায় চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান গ্রহণ সম্পন্ন করতে হবে। যদি এই প্রক্রিয়া নির্ধারিত সময়ের আগেই শেষ হয়, তবে পার্থ ১ ফেব্রুয়ারির আগেও জামিন পেতে পারেন।
তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি পার্থ। ওই মামলা বর্তমানে বিচার ভবনের বিশেষ আদালতে বিচারাধীন। ফলে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জামিন পেলেও তিনি কোনও সরকারি পদে থাকতে পারবেন না। বিধায়ক হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্রেই তিনি সীমাবদ্ধ থাকবেন।
২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছিল। এই ঘটনায় পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে আসে, শিক্ষক নিয়োগ দুর্নীতির মূলচক্রী হিসেবে পার্থের নাম। যদিও পার্থ নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং জামিনের আবেদন করেছেন।
সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ৪ ডিসেম্বর শেষ হয়েছিল। আদালত তখন জানিয়েছিল, যদি দুর্নীতি প্রমাণিত হয়, তবে সহজে জামিন পাওয়া উচিত নয়। তবে শুক্রবার ইডির মামলায় জামিন পেলেও পার্থের বিরুদ্ধে তদন্ত ও বিচার চলবে।
অন্যদিকে, পার্থের আইনজীবী আদালতে তাঁর শারীরিক অসুস্থতা এবং বয়সের কথা তুলে ধরে জামিনের আবেদন জানান। বর্তমানে ৭৩ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। সিবিআইয়ের মামলায় এখনও কোনও নির্দেশ না থাকায়, ইডির মামলায় জামিন পেলেও পার্থকে আরও অপেক্ষা করতে হবে।