Homeখবররাজ্যইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর, তবে এখনও জেলমুক্তি নয়

ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর, তবে এখনও জেলমুক্তি নয়

প্রকাশিত

সুপ্রিম কোর্ট ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন মঞ্জুর করেছে। আদালত নির্দেশ দিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে তিনি জামিন পাবেন। তবে তার আগে ইডিকে এই মামলায় চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান গ্রহণ সম্পন্ন করতে হবে। যদি এই প্রক্রিয়া নির্ধারিত সময়ের আগেই শেষ হয়, তবে পার্থ ১ ফেব্রুয়ারির আগেও জামিন পেতে পারেন।

তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি পার্থ। ওই মামলা বর্তমানে বিচার ভবনের বিশেষ আদালতে বিচারাধীন। ফলে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জামিন পেলেও তিনি কোনও সরকারি পদে থাকতে পারবেন না। বিধায়ক হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্রেই তিনি সীমাবদ্ধ থাকবেন।

২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছিল। এই ঘটনায় পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে আসে, শিক্ষক নিয়োগ দুর্নীতির মূলচক্রী হিসেবে পার্থের নাম। যদিও পার্থ নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং জামিনের আবেদন করেছেন।

সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ৪ ডিসেম্বর শেষ হয়েছিল। আদালত তখন জানিয়েছিল, যদি দুর্নীতি প্রমাণিত হয়, তবে সহজে জামিন পাওয়া উচিত নয়। তবে শুক্রবার ইডির মামলায় জামিন পেলেও পার্থের বিরুদ্ধে তদন্ত ও বিচার চলবে।

অন্যদিকে, পার্থের আইনজীবী আদালতে তাঁর শারীরিক অসুস্থতা এবং বয়সের কথা তুলে ধরে জামিনের আবেদন জানান। বর্তমানে ৭৩ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। সিবিআইয়ের মামলায় এখনও কোনও নির্দেশ না থাকায়, ইডির মামলায় জামিন পেলেও পার্থকে আরও অপেক্ষা করতে হবে।

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

রাতে বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে ফের ঠান্ডা, ২৬ জানুয়ারি থেকে জাঁকিয়ে শীতের ইঙ্গিত

আজ রাত থেকে হালকা বৃষ্টি হতে পারে। কাল থেকে উত্তুরে হাওয়া এবং কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা। ২৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে হাওয়া দফতর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে