Weather Update: আকাশ পরিষ্কার হয়ে রোদ দেখা দিলেও, আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতি পরিবর্তিত হওয়ায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, সাধারণত এই সময়ে উত্তুরে হাওয়া শীতের আগমনের ইঙ্গিত দেয়। তবে উত্তুরে হাওয়া এখনও কয়েকদিন বাধাপ্রাপ্ত থাকবে বলে জানা গেছে। ফলে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে শীত শীত ভাব আসতে কিছুটা দেরি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
জমা জলে ২ ব্যক্তির মৃত্যু
এদিকে, জমা জলে মৃত্যুর হয়েছে কলকাতা ও হাওড়া শহরে। শুক্রবার রাতে কলকাতার কালীঘাট এলাকায় বৃষ্টির জমা জলে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে জমে থাকা জলে কোনোভাবে বিদ্যুৎ সংযোগ হয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, হাওড়ায় এক ব্যক্তি গভীর রাতে রাস্তার গর্তে হোঁচট খেয়ে জমা জলে পড়ে যান, এরপর তাঁর মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে লেগে পড়লেও ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি।
ঝড়ে গাছ ভেঙে পড়েছিল ছাদে, সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাবালকের মৃত্যু পাথরপ্রতিমায়