সোমবার ভোরে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। সেই ঝড়বৃষ্টি বুঝিয়ে দিয়েছে আগামী দিনগুলোতে দক্ষিণবঙ্গের গরমের দাপট একটু হলেও কমবে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা।
রবিবার এই মরশুমে সব থেকে বেশি গরমের দিন ছিল দক্ষিণবঙ্গে। কলকাতার পারদ চল্লিশ না ছাড়ালেও অন্যান্য জায়গায়, বিশেষত পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ছাড়িয়েছে। কোথাও কোথাও বেয়াল্লিশের গণ্ডি অতিক্রম করে।
তবে এবার থেকে গরম একটু করে কমবে। কলকাতায় আপাতত আর তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও পশ্চিমের জেলাগুলিতে আরো দু একদিন তাপপ্রবাহ চলবে।
ঝড়বৃষ্টির সম্ভাবনা রোজই থাকবে। তবে কোন জেলায় কতটা বৃষ্টি হবে, সেটা তাৎক্ষণিক পরিস্থিতির ওপর নির্ভর করবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স লাগোয়া পাঁচ জেলায় লাগাতার বৃষ্টি চলবে। আজ, সোমবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা।