Teachers
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের তরফে রাজ্যের ২১৯৮টি উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগামী ১৫ দিনের মধ্যেই জারি হতে চলেছে। শুক্রবার নবগঠিত এই স্কুলগুলিতে সব মিলিয়ে ৬৫৯৪ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে রাজ্য মন্ত্রিসভা। কোথায় কত সংখ্যক শিক্ষক নিয়োগ হবে, জেনে নিন বিশদে-

মোট স্কুলের সংখ্য: ২১৯৮ (উচ্চ প্রাথমিক)

নিয়োগের সংখ্যা: ৬৫৯৪ জন (স্নাতক)

বেতনক্রম: ৭,১০০- ৩৭,৬০০ টাকা সঙ্গে গ্রেড পে ৪১০০ টাকা

সাঁওতালি মাধ্যম স্কুলে দুই ধরনের শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মোট নিয়োগের সংখ্যা: ২৮৪ জন

এঁদের মধ্যে সহ-শিক্ষক: ৫৮ জন (স্নাতকোত্তর/সাঁওতালি ভাষা)

বেতনক্রম: ৯,০০০-৪০,৫০০ টাকা, সঙ্গে গ্রেড পে ৪,৮০০ টাকা

অবশিষ্ট সহ-শিক্ষক: ২২৬ জন (স্নাতক/সাঁওতালি মাধ্যম)

বেতনক্রম: ৭,১০০-৩৭,৬০০ টাকা, সঙ্গে গ্রেড পে ৪,১০০ টাকা।

শুক্রবার মন্ত্রিসভা অনুমোদন করে দেওয়ায় ১৫ দিনের মধ্যে আদেশনামা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। এর পরই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here