কলকাতা: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হলেই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শীঘ্রই শুরু। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানিয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং চলবে। কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ, ২৪ অক্টোবর থেকে প্রার্থীরা এসএসসির ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।
প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হওয়ার পরই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া। কমিশন জানিয়েছে, ১১, ১৪, ১৬ নভেম্বর কাউন্সেলিং হওয়ার পর আবার ১৮ থেকে ২৩ নভেম্বর এবং ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। এসএসসি সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে এবং টেবিলের সংখ্যাও বাড়ানো হবে।
কাউন্সেলিংয়ের জন্য প্রার্থীদের সকাল ৯টার মধ্যে আচার্য সদনে রিপোর্ট করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট প্রার্থীদের তালিকা এবং কাউন্সেলিংয়ের দিন ইতিমধ্যেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ অগাস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রকাশিত তৃতীয় চূড়ান্ত মেধাতালিকার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া চলছে। বাংলা, ইংরেজি, পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইতিহাস, ভূগোল এবং সংস্কৃত বিষয়ের প্রার্থীদের জন্য আলাদা দিন ধার্য করা হয়েছে।
আন্দোলনকারী উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, “গত ২৮ আগস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশে ১৪,০৫২ জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই ৮,৭৪৯ জন প্রার্থীর কাউন্সেলিংয়ের সুপারিশের তালিকা প্রকাশিত হয়েছে। অবিলম্বে বাকি প্রার্থীদেরও ধারাবাহিকভাবে কাউন্সেলিং করে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগের ব্যবস্থা করতে হবে।”