বিনোদন
বিজেপিতে যোগ দিলেন এক ঝাঁক টলি অভিনেতা
ভোটের মুখে বিজেপিতে যোগ! দেখে নিন কারা নাম লেখালেন গেরুয়া শিবিরে?

খবর অনলাইন ডেস্ক: বুধবার বিজেপির মিন্টোপার্কের এক বিলাসবহুল হোটেলে গেরুয়া শিবিরে শামিল হলেন এক ঝাঁক টলিউড অভিনেতা।
এ দিনে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী, মুকুল রায় এবং স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, রাজ মুখোপাধ্যায়, অশোক ভদ্র, মীনাক্ষী ঘোষ, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, ত্রমিলা ভট্টাচার্য-সহ আরও অনেকে।
এ দিন বিজেপি নেতৃত্বের হাত থেকে টলিউড সেলেব্রিটিরা গেরুয়া পতাকা তুলে নেওয়ার সময় ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি ওঠে।
বিজেপিতে যোগ দিয়ে তরুণ অভিনেতা যশ বলেন, “প্রথমেই দলে নেওয়ার জন্য বিজেপিকে ধন্যবাদ জানাব। আমার বয়স কম। এখানে অনেক প্রবীণ নেতৃত্ব রয়েছে। তবে অনেকেরই প্রশ্ন রয়েছে, আমি কেন এ ধরনের সিদ্ধান্ত নিলাম”।
পাশাপাশি যশ বলেন, “আমার রাজনীতিতে যোগ দেওয়া আচমকা নয়। বিজেপি যে ভাবে যুবসম্প্রদায়কে সামনে নিয়ে আসছে, আমাকে সেটা আকৃষ্ট করেছে। রাজনীতি মানে ল্যাং মারামারি নয়, রাজনীতি পরিবর্তনের বিষয়। বিজেপি দেখিয়ে দিয়েছে, সিস্টেমের মধ্যে থেকেই পরিবর্তন আনতে হয়। সব সময় যুবদের সুযোগ দেয় বিজেপি”।
যশ আরও বলেছেন, ‘‘যুবসমাজের জন্য কাজ করতে চাই। আমরা কাজ মানুষের পাশে থাকা। আমরা পশ্চিমবঙ্গে যা যা বদল আনতে চাই, আমি মনে করি এই দলে থেকে থেকে সেই বদলটা আনতে পারব’’।
আরও পড়তে পারেন: ভোটের মুখে অব্যাহতি চাইলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ, বাড়ল জল্পনা
বিনোদন
পর্ন ‘লাইভ স্ট্রিমিং’ থেকে আয় কোটি টাকা, অ্যাপের মাধ্যমে চিত্রনাট্য-সহ পরিবেশিত হচ্ছে অশ্লীলতা
মাসে ১৯৯ টাকা! সাবস্ক্রিপশনের ভিত্তিতে পর্ন পৌঁছে দেওয়া হচ্ছিল অ্যাপের মাধ্যমে!

ওয়েবডেস্ক: লকডাউনের পরে ওটিটি এবং অনলাইন প্ল্যাটফর্মগুলিতে হু হু করে বেড়ে গিয়েছে বিনোদনের উপকরণ। তবে এরই মাঝে অনেকগুণ বেড়ে গিয়েছে পর্ন কন্টেন্টের চাহিদা।
চাহিদার কথা মাথায় রেখেই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন আঙ্গিকে পরিবেশিত হচ্ছে পর্ন। সম্প্রতি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এমনই একটি চক্রের কার্যকলাপ ফাঁস করে দিয়েছে। তাদের কাজের ধরন এবং আয়ের বহর দেখে পুলিশও অবাক।
সাবস্ক্রিপশনের ভিত্তিতে পর্ন!
ঘটনায় প্রকাশ, এই চক্রটি সাবস্ক্রিপশনের ভিত্তিতে গ্রাহকদের কাছে পর্ন পৌঁছে দিচ্ছিল। সপ্তাহে এক দিন একটি করে পর্ব তৈরি করছিল তারা। এবং ওটিটি প্ল্যাটফর্মে ওরিজিনাল কন্টেন্ট নামে ওই পর্নগ্রাফিতে ভরা উপকরণ ভরে দেওয়া হচ্ছিল।
এটি অ্যাপের মাধ্যমে চালানো হয়েছিল। পুলিশ এই মামলায় অভিনেতা-সহ সাতজনকে গ্রেফতার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযানে অসংখ্য পৃষ্ঠার স্ক্রিপ্ট, মোবাইল ক্যামেরা, লাইট এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। স্ক্রিপ্টে অশ্লীল সংলাপ-সহ পুরো দৃশ্যটিও একে একে বর্ণনা করা হয়েছে। ওই চক্র এক সপ্তাহের দীর্ঘ পর্বে শুটিং করত এক দিনে। অনেক সদস্যের দল এর জন্য কাজ করছিল।
অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্মে পর্ন
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এ ধরনের অনেকগুলি অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্ম চলছে। যেখানে সাবক্রিপশনের মাধ্যমে গ্রাহককে পর্ন সামগ্রী সরবরাহ করা হয়। এ ধরনের প্ল্যাটফর্মের গ্রাহক সংখ্যা কয়েক লক্ষ। যেখান থেকে কোটি টাকা আয় হয়।
পুলিশ বলছে, তদন্ত চলছে। এই সংখ্যাটি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই শুটিংটি একজন মহিলার মোবাইল থেকে করা হচ্ছিল।
পুলিশ যখন অভিযান চালায় তখন শুটিং চলছিল। পুলিশ সেখান থেকে এক মহিলাকেও উদ্ধার করে। ওই মহিলা জানিয়েছেন, ওয়েব সিরিজে কাজ করার প্রলোভন দেখিয়ে তাঁকে সেখানে ডাকা হয়েছিল। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তাঁকে পর্ন ছবির শুটিংয়ে ব্যবহার করা হবে।
মাসিক সাবস্ক্রিপশন ১৯৯ টাকা
পুলিশ দাবি করেছে, তারা এই ধরনের ১২টি অ্যাপ খুঁজে পেয়েছে, যেখানে এই কাজ চলছে। যে চক্রটি ধরা পড়েছে, তাদের চ্যানেলের সাবস্ক্রিপশন প্রতিমাসে ১৯৯ টাকা। তাদের গ্রাহক সংখ্যা লক্ষেরও বেশি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই চক্রটি মাসে দু’কোটি টাকা আয় করছিল। তবে কলাকুশলিদের পারিশ্রমিক নিতান্তই কম!
তবে একটি মহলের দাবি, সেখানে পর্ন তৈরি করা হচ্ছিল না। একটি প্রেমের গল্প ভিত্তিক ছবির শুটিং চলছিল। ওই সাহসী প্রেমের গল্পের সঙ্গে পর্নের তফাত রয়েছে। যদিও পুলিশ নিজেদের দাবিতে অনড়। তারা দাবি করেছে, সেখানে পর্নেরই শুটিং হচ্ছিল।
আরও পড়তে পারেন: কেন পর্নহাবের বিরুদ্ধে মামলা করছেন ৪০ জন মহিলা, যৌনপাচারের ভিডিও সম্পর্কে আপনার যা জানা দরকার
বিনোদন
বিজেপিতে যোগ দিলেন তৃণমূল-ঘনিষ্ঠ অভিনেতা হিরণ
নামখানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে হাতে বিজেপির পতাকা তুলে নিলেন অভিনেতা!

নামখানা: বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূল-ঘনিষ্ঠ অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। নামখানার সভায় তাঁর হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
গত বুধবার দক্ষিণ কলকাতার একটি অভিজাত হোটেলে বিজেপিতে নাম লেখান টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত-সহ আরও অনেকেই। তবে যশ এর আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন না। কিন্তু হিরণ তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী ছিলেন। গত ২০১৯ সালের লোকসভা ভোটে তাঁকে তৃণমূলের হয়ে প্রচারেও দেখা যায় বেশ কয়েকজন প্রার্থীর হয়ে। সেই জায়গা থেকে হিরণের শিবির বদল তুলনামূলক ভাবে অর্থবাহী।

বেশ কিছু দিন ধরেই হিরণের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। তৃণমূলের প্রতি তাঁকে ক্ষোভপ্রকাশ করতেও শোনা যাচ্ছিল।
বুধবার টলিউডের এক ঝাঁক অভিনেতা বিজেপিতে যোগ দেওয়া পর হিরণ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা স্বীকারও করেন। বলেছিলেন, বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়তে পারেন: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়োসড়ো প্রতিশ্রুতি অমিত শাহের
দেশ
আরএসএস প্রধানের সঙ্গে সাক্ষাতের পর জল্পনা উড়িয়ে দিলেন মিঠুন চক্রবর্তী
আসন্ন বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে তিনিই কি বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ, এমন প্রশ্ন করা হলে মিঠুন তা রসিকতা করে উড়িয়ে দেন।

খবরঅনলাইন ডেস্ক: আরএসএস প্রধান মোহন ভাগবত মঙ্গলবার সকালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে মুম্বইয়ে তাঁর মাড় আইল্যান্ডের বাসভবনে সাক্ষাৎ করেন। সামনের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট। ভোটের ঠিক আগে এই সাক্ষাৎকার প্রচুর জল্পনার সৃষ্টি করেছে।
সুত্রের খবর, দু’ জনের এই সাক্ষাৎ এক ঘণ্টারও বেশি স্থায়ী হয়। অদূর ভবিষ্যতে দু’ জনের মধ্যে আরও এক বার সাক্ষাৎ হওয়ার কথা।
এই সাক্ষাৎকার রাজনৈতিক কি না জানতে চাওয়া হলে মিঠুন বলেন, তাঁদের মধ্যে সম্পর্কটা ‘আধ্যাত্মিক ও গভীর’।
“তিনি মুম্বইয়ে আমার সঙ্গে দেখা করতে আসবেন বলে আগেই কথা দিয়েছিলেন। লখনউয়ে শ্যুটিং শেষ করে মুম্বইয়ে ফিরে আসতেই উনি দেখা করতে এসেছিলেন”, মিঠুন বলেন।
তিনি আরও বলেন, “নিশ্চয়ই আমাদের মধ্যে একটা অন্তরঙ্গতা আছে বলেই তিনি আমার বাড়ি এসেছিলেন। আমরা এক সঙ্গে প্রাতরাশ করি। উনি আমাকে নাগপুর যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।”
প্রখ্যাত অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, এই সাক্ষাতের কোনো রাজনৈতিক তাৎপর্য নেই। আসন্ন বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে তিনিই কি বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ, এমন প্রশ্ন করা হলে মিঠুন তা রসিকতা করে উড়িয়ে দেন।
আরও পড়ুন: বাম-কংগ্রেস জোটে আব্বাস সিদ্দিকিও
-
প্রযুক্তি14 hours ago
রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
প্রযুক্তি2 days ago
এ ভাবেই তৈরি করুন সদ্যোজাত শিশুর আধার কার্ড, জানুন কী কী লাগবে
-
বিনোদন3 days ago
পর্ন ‘লাইভ স্ট্রিমিং’ থেকে আয় কোটি টাকা, অ্যাপের মাধ্যমে চিত্রনাট্য-সহ পরিবেশিত হচ্ছে অশ্লীলতা
-
রাজ্য2 days ago
দেড় ঘণ্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছাড়লেন সিবিআই আধিকারিকরা