শ্রয়ণ সেন
আরও দূরত্ব কমিয়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’ ঘরের আরও কাছে চলে এসেছে। রবিবার বেলা ১২টা নাগাদ ‘রেমাল’ বকখালি থেকে ১২৫ কিমি এবং কলকাতা থেকে ২২৫ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ‘রেমাল’ রবিবার মধ্যরাতে সুন্দরবন অতিক্রম করবে।
২৯ মে পর্যন্ত ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদেরও সৈকতেভ্রমণে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বিভিন্ন জায়গায় শনিবার দফায় দফায় বৃষ্টি হয়। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে প্রবল হাওয়া। ‘রেমাল’ যত কাছে আসবে, এই হাওয়ার দাপট ক্রমশ বাড়বে। শেষ পর্যন্ত তা ঝড়ের রূপ নেবে।
২৬ মে রাত থেকে ২৭ সকাল পর্যন্ত ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা, হাওড়ায় ঝোড়ো হাওয়ার বেগ উঠতে পারে ৮০ থেকে ১০০ কিলোমিটার মতো। প্রভাব বেশি থাকতে পারে ২৬ রাত থেকে ২৭ সকাল পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে।
এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের বকখালি ও বাংলাদেশের কুয়াকাটার মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। সুতরাং প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমগ্র সুন্দরবন প্রহর গুনছে। প্রবল জলোচ্ছ্বাসেরও আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকের থেকে ১ থেকে দেড় মিটার বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে সুন্দরবন অঞ্চলে।
বৃষ্টিপাতের সতর্কতা
রবিবার এবং সোমবার দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে মাঝারি এবং মাঝেমধ্যে ভারী বৃষ্টি হতে পারে। ২৭ এবং ২৮ তারিখ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার আর আলিপুরদুয়ার এ অতি ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন
দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৭ সদ্যোজাতের, আহত বেশ কয়েকজনhttps://www.khaboronline.com/news/national/delhi-child-hospital-fire-broke-out/