নতুন র‍্যাম্প স্বস্তি দিল না, যানজট ‘মা’-কে ঘিরে

0

গেরো কিছুতেই কাটছে না ‘মা’ উড়ালপুলের। এজেসি বসু উড়ালপুল ও ‘মা’-এর সংযোগকারী র‍্যাম্পটি বৃহস্পতিবার পরীক্ষামূলক ভাবে খুলে দেয় কলকাতা পুলিশ। কিন্তু বিধি বাম। নতুন র‍্যাম্পটি খুলে দিতেই তীব্র যানজট সৃষ্টি হয় পার্ক সার্কাস সাত মাথার মোড়ে। সাত মাথায় মিলিত হওয়া সব রাস্তাতেই গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। যান চলাচল অচল হয়ে পড়ে গড়িয়াহাট, মল্লিকবাজার, রবীন্দ্র সদন, পদ্মপুকুরগামী রাস্তায়। খুবই অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। কলকাতা ট্র্যাফিক পুলিশ বিশাল বাহিনী নামিয়ে যানজটের মোকাবিলা করে। বেশ কিছু গাড়ির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়।

আগামী ৮ আগস্ট নতুন র‍্যাম্পটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হওয়ার কথা।   

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন