রাজ্য
গড়িয়াহাটে মধুচক্রের হদিশ, গ্রেফতার ১১
কলকাতা: এ বার মধুচক্রের হদিশ মিলল গড়িয়াহাটে। ঘটনায় গ্রেফতার হয়েছে এগারো জন। ধৃতদের মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়েছে। রাসবিহারী অ্যাভিনিউ-এর একটি আবাসনে এই মধুচক্রের আসর বসত। সুরানা হাউস নামে এক আবাসানের সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলত এই বেআইনি ব্যবসা। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় পুলিশ। Loading videos… কলকাতা পুলিশের অ্যান্টি […]
কলকাতা: এ বার মধুচক্রের হদিশ মিলল গড়িয়াহাটে। ঘটনায় গ্রেফতার হয়েছে এগারো জন। ধৃতদের মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়েছে।
রাসবিহারী অ্যাভিনিউ-এর একটি আবাসনে এই মধুচক্রের আসর বসত। সুরানা হাউস নামে এক আবাসানের সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলত এই বেআইনি ব্যবসা। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় পুলিশ।
কলকাতা পুলিশের অ্যান্টি উইমেন ট্রাফিকিং বিভাগ তল্লাশি চালিয়ে ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে মোট ১১ জনকে। এদের মধ্যে একজন ম্যানেজার এবং দুজন দালালও রয়েছেন। বাকি আটজনের মধ্যে ৬জন যৌনকর্মী ও দু’জন খদ্দের। ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
এ দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, নগদ টাকা, কন্ডোম। অভিযোগ দীর্ঘদিন ধরেই এখানে চলছিল এই ব্যবসা। শহর ও শহরতলি এলাকা জুড়েই এইসব যৌনকর্মীরা বিভিন্ন জায়গায় কাজ করত বলে জানতে পেরেছে পুলিশ। এই ব্যাপারে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উদ্ধার হওয়া যৌনকর্মীদের বয়স ২১ থেকে ২৭ এর মধ্যে।
রাজ্য
আজই প্রার্থী তালিকা বিজেপির! নন্দীগ্রামে শুভেন্দু, খড়গপুরে দিলীপ, জোর জল্পনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফরের আগের দিনেই প্রার্থী তালিকা। কোন কেন্দ্রে প্রার্থী কে? জোর জল্পনা!

খবর অনলাইন ডেস্ক: শনিবারই প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফরের আগের দিনেই এই প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে বলে বিজেপি সূত্রে খবর।
শুক্রবার ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তবে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে গড়মসি চলছেই। সম্প্রতি জানা যায়, তৃণমূলের সঙ্গে একই দিনে তালিকা প্রকাশ করবে বিজেপি। তার পরে শোনা যায়, ৭ মার্চ ব্রিগেড সমাবেশের পর তা প্রকাশ করা হতে পারে। তবে এ দিনই সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে জোর জল্পনা চলছে বিজেপি রাজ্য সভাপতি এবং দলের সাংসদ দিলীপ ঘোষের নাম নিয়ে। এমনটাই শোনা যাচ্ছে, নিজের ছেড়ে আসা খড়গপুরে তাঁকে ফের প্রার্থী করা হতে পারে। অন্যদিকে নন্দীগ্রামে প্রার্থী করা হতে পারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে। একই ভাবে পাণ্ডবেশ্বরের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নাম।
বিজেপি সূত্রে খবর, তৃণমূল ছেড়ে আসা রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তাঁর পুরনো কেন্দ্র ডোমজুড়েই প্রার্থী করা হতে পারে। বিধাননগর থেকে সব্যসাচী দত্ত, বাগদায় দুলাল বর, শিবপুরে রুদ্রনীল ঘোষ, হাওড়া মধ্য-য় রথীন চক্রবর্তী, খড়দহে শীলভদ্র দত্ত, ব্যারাকপুরে চন্দ্রমণি শুল্ক এবং বালি থেকে বিজেপি প্রার্থী করতে পারে এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে।
আপডেট দেখুন: খবর অনলাইন
রাজ্য
কেন তড়িঘড়ি প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, সরব পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য
বিজেপির আগেই বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল।

খবর অনলাইন ডেস্ক: বিজেপির আগেই বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য যা নিয়ে সমালোচনায় সরব হলেন।
শনিবার অমিত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় প্রার্থীদের সম্ভাবনা সম্পর্কে অনিশ্চিত রয়েছেন। সেই অনিশ্চয়তা নিয়েই তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
টুইটারে অমিত লেখেন, বিজেপি যাঁদের প্রার্থী করবে, তাঁরা সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করবেন। মানুষের চাহিদার বাস্তবায়ন করবেন।
অমিত মালব্য আরও লেখেন, “প্রার্থীদের সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত নয় দলগুলি। তারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে। তড়িঘড়ি করে তাই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের অনেকের সঙ্গেই সাধারণ মানুষের সম্পর্ক নেই”।
বিজেপি কী ভাবে প্রার্থী বাছাই করছে, সে প্রশ্নের উত্তর খোলসা করে অমিত লেখেন, “বিজেপির প্রার্থীরা সাধারণ মানুষের আকাঙ্খা পুরণের লক্ষ্যে কাজ করবেন। তাঁরা সোনার বাংলা গড়ার স্বপ্নকে সার্থক করবেন”।
প্রসঙ্গত, শুক্রবার ২৯১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বামফ্রন্ট-কংগ্রেস-আইএসএফ জোটের তরফে ৬০টি আসনের তালিকা প্রকাশ করা হয়। তবে এই সমস্ত আসনগুলির প্রার্থীর নাম স্পষ্ট করা হয়নি।
কালীঘাটে দলীয় কার্যালয় থেকে প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে মমতা বলেন, “এ বার আমরা আরও বেশি যুবক এবং মহিলা প্রার্থীদের উপর জোর দিয়েছি। প্রায় ২৩-২৪ জন বিধায়ককে বাদ দেওয়া হয়েছে এবং তালিকায় প্রায় ৫০ জন মহিলা, ৪২ জন মুসলিম, ৭৯ জন তফসিলি এবং ১৭ জন তফসিলি উপজাতি প্রার্থীর নাম রয়েছে”।
আরও পড়তে পারেন: পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
রাজ্য
শুধু মিঠুন চক্রবর্তী নন, আরও বেশ কিছু উল্লেখযোগ্য মুখের বিজেপি-যোগের সম্ভাবনা
মিঠুন চক্রবর্তীকে নিয়ে জোর জল্পনার মাঝেই আরও বেশ কিছু উল্লেখযোগ্য মুখের বিজেপি-যোগের সম্ভাবনা!

খবর অনলাইন ডেস্ক: অভিনেতা এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তীকে নিয়ে জোর জল্পনা। আগামী রবিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে দেখা যেতে পারে তাঁকে। তবে শুধু মিঠুন-ই নন, আগামী দিনে আরও বেশ কিছু উল্লেখযোগ্য মুখকে দেখা যাবে বলে দাবি বিজেপি সূত্রের।
বিজেপি সূত্র দাবি করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের বিরুদ্ধে দল আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুখকে বিজেপিতে দেখা যাবে আগামী দিনে। তাঁদের মধ্যেই মিঠুন অন্যতম।
যদিও বিধানসভা ভোটে মিঠুন বিজেপির হয়ে প্রচার করবেন কি না, অথবা তিনি প্রার্থী হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আরএসএসের প্রধান মোহন ভাগবত মুম্বাই বাংলোয় এসে তাঁর সঙ্গে দেখা করার কয়েকদিন পরই রবিবারের এই ঘটনা ঘটে, সে সমস্ত জল্পনাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সংবাদ মাধ্যমের কাছে বলেন, “রাজ্য এবং রাজ্যের বাইরে এমন অনেক গুরুত্বপূর্ণ বাঙালি ব্যক্তিত্ব রয়েছেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। মিঠুন চক্রবর্তী তাঁদের মধ্যে অন্যতম”।
বছর কয়েক আগেও তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়েছিলেন ২০১৪-র এপ্রিল। তবে বছর দুয়ের পরেই শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন। ২০১৬-র ডিসেম্বর মাসে তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দেন। স্বাভাবিক ভাবেই ব্রিগেডে যোগ দিলে তিনি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কী বলেন, সে দিকে তাকিয়েই রাজনৈতিক মহল।
উল্লেখ্য, সারদা আর্থিক কেলেঙ্কারিতেও নাম জড়ায় মিঠুনের। ২০১৪ সালে তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিযোগ, সারদা থেকে তাঁর অ্যাকাউন্টে ১.২ কোটি টাকা স্থানান্তরিত করা হয়েছিল। সেই টাকা তিনি ইডি-কে ফেরতও দেন।
তবে শুধু মিঠুন নন, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাঙালি মুখ আগামী দিনে বিজেপিতে যোগ দিতে চলেছে বলে সূত্রের খবর।
আরও পড়তে পারেন: করোনা টিকার শংসাপত্রে মোদীর ছবি, বড়োসড়ো পদক্ষেপ নির্বাচন কমিশনের
-
রাজ্য1 day ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
গাড়ি ও বাইক1 day ago
আরটিও অফিসে আর যেতে হবে না! চালু হল আধার ভিত্তিক যোগাযোগহীন পরিষেবা
-
ভ্রমণের খবর2 days ago
ব্যাপক ক্ষতির মুখে পর্যটন, রাঢ়বঙ্গে ভোট পেছোনোর আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ পর্যটন ব্যবসায়ীদের সংগঠন
-
রাজ্য24 hours ago
বিধান পরিষদ গঠন করে প্রবীণদের স্থান দেওয়া হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা