Homeখবররাজ্যদার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় এবার শোলে-স্টাইল মোটরবাইক! প্রবীণ পর্যটকদের সুবিধায় ভাবনা প্রশাসনের

দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় এবার শোলে-স্টাইল মোটরবাইক! প্রবীণ পর্যটকদের সুবিধায় ভাবনা প্রশাসনের

প্রকাশিত

ধর্মেন্দ্র চালাচ্ছেন, অমিতাভ পাশে বসে রয়েছেন। মান্না-কিশোরের গলায় তাদের লিপে বাজছে — ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে…’। হ্যাঁ, ঠিক এই শোলে সিনেমার বিখ্যাত দৃশ্যের অনুপ্রেরণাতেই এবার দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় চালু হতে পারে এমনই আইকনিক মোটরবাইক পরিষেবা। প্রশাসনের ভাবনায় রয়েছে, বয়স্ক পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য এই ব্যতিক্রমী পরিবহণ ব্যবস্থার পরিকল্পনা।

বস্তুত, দার্জিলিং রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বছরে লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় জমান। কিন্তু এই পাহাড়ি শহরে যাতায়াত সব বয়সের মানুষের জন্য সহজ নয়, বিশেষত বয়স্কদের পক্ষে ম্যাল চত্বর বা আশপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পায়ে হেঁটে পৌঁছনো বেশ কষ্টকর। ব্যাটারিচালিত টোটো বা ছোট গাড়িও পাহাড়ি রাস্তায় সচরাচর চলে না। এই সমস্যা সমাধানে বিকল্প পরিবহণ ব্যবস্থার খোঁজে নেমেছে প্রশাসন।

৪ থেকে ৮ মে দার্জিলিং সফরে যান বিধানসভার পরিবহণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। চেয়ারম্যান স্বর্ণকমল সাহার নেতৃত্বে এই দলে ছিলেন বিধায়ক অভিজিৎ সিংহ (রানা), সুমন কাঞ্জিলাল, সুকুমার মাহাত, মনোজ ওঁরাও-সহ একাধিক জনপ্রতিনিধি। সার্কিট হাউসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), জিটিএ-র প্রতিনিধি ও পরিবহণ দপ্তরের কর্তারাও।

সেখানেই উঠে আসে অভিনব এক প্রস্তাব— প্রবীণ পর্যটকদের জন্য ‘ক্যারিয়ার’সহ মোটরবাইক চালু করা হোক দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায়। অর্থাৎ, শোলে সিনেমার মতো স্টাইলিশ মোটরবাইকে এক চালক ও এক যাত্রী বসে সহজেই পাহাড়ি পথ পাড়ি দিতে পারবেন। স্ট্যান্ডিং কমিটির দাবি, এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসন ও জিটিএ কর্তারা। এখন চলছে এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখা।

এবার দেখার, সিনেমার পর্দা থেকে বাস্তবের রাস্তায় কবে নেমে পড়ে সেই বিখ্যাত বন্ধুত্বের বাইক, আর পাহাড়ের বুক চিরে ফেরে শোলের সেই অমর গান!

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

রাজ্যে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ, বিধানসভায় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

রাজ্যে গৃহস্থের পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও স্মার্ট মিটার বসানো বন্ধ। বিধানসভায় এ কথা স্পষ্ট করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিরোধিতা কেন্দ্রের চাপের অভিযোগ ঘিরে।

ভোটের মুখে বাংলায় দু’টি ‘স্লিপার’ বন্দে ভারত, দিল্লি-হাওড়া ও দিল্লি-শিয়ালদহ রুটে চালুর সম্ভাবনা

আগামী বছর বিধানসভা ভোটের আগে বাংলায় আসছে বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন। দিল্লি-হাওড়া ও দিল্লি-শিয়ালদহ রুটে চালু হবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস।

উত্তরবঙ্গ-দিঘা সরাসরি ভলভো পরিষেবায় সাড়া, এক সপ্তাহেই ৬ লক্ষ টাকার আয়, ডিসেম্বর পর্যন্ত ছাড়

উত্তরবঙ্গ থেকে দীঘা বাস পরিষেবায় বিপুল সাড়া, এনবিএসটিসি এক সপ্তাহেই আয় করেছে ৬ লক্ষাধিক টাকা। যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ডিসেম্বার পর্যন্ত বাসভাড়ায় ছাড়, আসছে আরও ছয়টি এসি স্লিপার ভলভো।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে