Police

জয়নগর: তৃণমূলের বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি (ভাড়ার) লক্ষ্য করে বেধড়ক গুলি-বোমা ছুড়ল এক দল দুষ্কৃতী। বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নগরের এই ঘটনায় চাঞ্চল্য পুরো এলাকা জুড়ে।

বিধায়ক জানান, জয়নগর কৃষিমেলা-সহ একাধিক সভায় অংশ নেওয়ার পর গাড়িটি নিয়ে ফেরেন, সেখান থেকেই জয়নগর পেট্রোল পাম্পের উদ্দেশে চলে যায়। সেখানে তিনি চা খেতে নামেন। তার পর সেখান থেকেই চলে যান বহড়ু পার্টি অফিসে। মন্দিরবাজারের দিক থেকে দৌড়ে এসে পেট্রোল পাম্পে ওই গাড়িটিকে লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ে।

গুলি-বোমার আঘাত মৃত্যু হয় গাড়ির চালক, একজন স্থানীয় মানুষ এবং তৃণমূলের এক ব্লক নেতা।

বিশ্বনাথবাবু বলেন, এ মুহূর্তে তাঁর পক্ষে এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করা সম্ভব নয়। তবে এই ঘটনার পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ সুপার।

বিশ্বনাথবাবু বলেন, তিনিই ছিলেন টার্গেট। কিন্তু চা খাওয়ার জন্য তিনি যে গাড়ি থেকে নেমে গিয়েছিলেন, তা দুষ্কৃতীরা আন্দাজ করতে পারেনি। দুষ্কৃতীরা প্রায় জনা ১২ ছিল। তারা মোটর বাইকে করে আসে। তবে পেট্রোল পাম্প থেকে কিছুটা দূরে বাইক রেখে দৌড়ে এসে হামলা চালায়।

বিস্তারিত আসছে…

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here