half bust of shyamaprasad

কলকাতা: ত্রিপুরার বিলোনিয়ায় লেনিনের মূর্তি ভাঙার জের এসে পড়ল কলকাতায়। বুধবার সকালে কেওড়াতলা শ্মশানঘাটের লাগোয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে হামলা চালানো হয়। কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ঘটনার জেরে ছ’ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ এবং বিজেপির আদি সংগঠন জনসঙ্ঘর নেতা ছিলেন।

বামপন্থী ছাত্র সংগঠন র‍্যাডিক্যাল গ্রুপের ছ’ জন সদস্য হঠাৎ করে সকাল ৮টা নাগাদ চড়াও হয় শ্যামাপ্রসাদের মূর্তির ওপর। প্রথমে মূর্তির ওপর কালো রঙ স্প্রে করা হয়। তার পর একের পর এক হাতুড়ির কোপ পড়তে থাকে মূর্তিতে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এলাকার লোকজনই ওই ছ’ জনকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় টালিগঞ্জ থানায়। পুলিশ এসে ওই ছ’ জনকে গ্রেফতার করে নিয়ে যায়। ধৃতদের মধ্যে এক জন মহিলাও আছে। জানা গিয়েছে, ধৃত ছ’ জন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here