Connect with us

রাজ্য

চিত্রশিল্পী-অঙ্কনশিক্ষক তন্ময় সাঁতরার স্মরণে মৌনী মিছিল জয়পুরে

banner in silent procession

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ছাত্রদরদী প্রিয় স্যারের অকাল মৃত্যুতে কালো ব্যাজ পরে মৌনী মিছিলে হাঁটল তাঁর ছাত্রছাত্রীরা।

বুধবার বাঁকুড়ার জয়পুরের হেতিয়া বাজারে এলাকার বিশিষ্ট চিত্রশিল্পী ও অঙ্কনশিক্ষক সদ্যপ্রয়াত তন্ময় সাঁতরার স্মরণে এক মৌনী মিছিলের আয়োজন করা হয়। মিছিলে তন্ময়বাবুর ছাত্রছাত্রী ছাড়াও তাদের অভিভাবক ও স্থানীয় মানুষ মৌনী মিছিলে পা মেলান। মিছিলকারীদের হাতে ছিল ব্যানার, তাতে লেখা ছিল ‘তন্ময় স্যার – তুমি বেঁচে থাকবে আমাদের রং তুলিতে’।

আরও পড়ুন কবর খোঁড়ার কাজে যুক্ত প্রান্তিক মানুষদের সম্মাননা প্রদানের বাঁকুড়ার ক্লাবের

গত ২৩ মে ভোটগণণার দিন জয়পুরের হেতিয়া গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গ্রামে একটি বিশেষ রাজনৈতিক দলের পতাকা লাগানোর সময় সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট চিত্রশিল্পী তন্ময় সাঁতরা আক্রান্ত হন। সেই সময় তাঁকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ছেড়ে দেওয়া হলেও গত বৃহস্পতিবার বাড়িতে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন আবার তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ছাত্রদরদী এই শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

প্রিয় স্যারের অকালমৃত্যুর যারা জন্য দায়ী তাদের কঠোরতম শাস্তি দাবি করে মৌনী মিছিলে যোগদানকারী ছাত্রছাত্রী-সহ সবাই। দুষ্কৃতীদের হাতে নিহত তন্ময় সাঁতরার প্রাক্তন ছাত্রী মেঘাশ্রী মণ্ডল বলেন, “ক্লাস টু থেকে স্যারের কাছে আঁকা শিখছি। গত বছর আঁকা শেখা বন্ধ করেছি। আমি কিছুই আঁকতে জানতাম না। স্যার নিজের মেয়ের মতো ভালোবেসে আঁকা শিখিয়েছেন।”

অভিভাবক শান্তনু দাসের কথায়, “আমাদের উজ্জ্বল নক্ষত্র ছিলেন তন্ময় সাঁতরা। তাঁর হাত ধরে অসংখ্য ছাত্র ছাত্রী একেবারে ছোটো বয়স থেকে আঁকা শিখে এসেছে। তাঁর মৃত্যুর পিছনে যে কারণই থাকুক না কেন যারা এই ঘটনায় যুক্ত তাদের কঠোরতম শাস্তির দাবি জানাই।”

প্রশাসন যাতে এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেয় তার জন্য সংশ্লিষ্ট সকলে আবেদন জানান।

রাজ্য

১১-১২ বছর ধরে ভাত খান না বিমান বসু, তা হলে কী খান?

তা হলে কী খান? দেখুন ভিডিয়োয়-

কলকাতা: প্রায় ২০ বছর ধরে অনেক কিছুই খান না বামফ্রন্ট চেয়ারম্যান এবং সিপিএমের (CPIM) প্রাক্তন রাজ্য সম্পাদক বিমান বসু (Biman Bose)। খাবারের তালিকা থেকে অনেক কিছুই বাদ দিয়েছেন তিনি। একই সঙ্গে বর্ষীয়ান বামনেতা বলেন, গত ১১-১২ বছর ধরে ভাত খান না তিনি। তা হলে কী খান? দেখুন ভিডিয়োয়-

প্রসঙ্গত, ১৯৪০ সালের ১ জুলাই জন্ম বিমানবাবুর। ১৯৫৪ সালে বিধানসভার উপনির্বাচনের প্রচারে অংশ নেওয়া দিয়ে শুরু রাজনৈতিক জীবন। তখন তিনি সবে স্কুলপড়ুয়া। সেই লম্বা সফর দেখতে দেখতে হয়ে গেল কয়েক দশক।

বর্তমানে তাঁর বয়স ৮০ বছর। তবে লড়াইয়ের ময়দানে নেমে তাঁর সমসাময়িক অনেক নেতাকেই তিনি হেলায় হারিয়ে দিতে পারেন। মাস দুয়েক আগে করোনাভাইরাস সংকটে আয়োজিত কসবায় ছাত্র-যুবদের ‘জনতার রান্নাঘরে’ হাজির হয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই রান্না ঘরে ঢুরে নিজে হাতা-খুন্তি নিয়ে রান্না করতে শুরু করে দেন। অবাক হয়ে যান সকলেই।

এখন বয়স হয়েছে। শারীরিক ভাবে আর ততটা শক্তিশালী নন। তবে মনের জোর আর কঠোর নিয়মে জীবনযাপন এখনও তাঁকে লড়াইয়ের উত্তেজনায় সহজেই টেনে নিয়ে যায়। দাবি-প্রতিবাদ-বিক্ষোভ নিয়ে মাঠে-ময়দানে নামতে হলে এটা যে খুবই জরুরি!

Continue Reading

রাজ্য

প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল, কাউন্সেলিংয়ে টাকা লাগবে না

কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে কাউন্সেলিং এবং রেজিস্ট্রেশনের সময় দিতে হবে না কোনও ফি।

কলকাতা: শুক্রবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস (WBJEE Results 2020) পরীক্ষার ফল। পূর্ব ঘোষণা মতোই প্রথম দশের মেধা তালিকা প্রকাশ করেছে বোর্ড। একই সঙ্গে জানিয়েছে এ বছর কাউন্সেলিংয়ের জন্য কোনো টাকা লাগবে না।

এ দিন দুপুর থেকেই পরীক্ষার্থীরা www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এই র‍্যাঙ্ক কার্ড দেওয়া হবে প্রত্যেক পরীক্ষার্থীকেই। করোনাভাইরাস পরিস্থিতির কারণে কাউন্সেলিংয়ে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

একই সঙ্গে বোর্ড জানায়, ১৭ হাজার ২৮৮টি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইনে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন ছাত্রছাত্রীরা। কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে কাউন্সেলিং এবং রেজিস্ট্রেশনের সময় দিতে হবে না কোনও ফি। কলেজের তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

কাদের কোন জোনে কাউন্সেলিং হবে সেটাও জানিয়ে দেওয়া গবে ওয়েবসাইটে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে কাউন্সেলিং। জয়েন্টের মেইন পরীক্ষা হলে আবার কাউন্সেলিং করা হবে বলে জানানো হয়েছে।

বোর্ড জানায়,কাউন্সেলিং হবে অনলাইনে। এর জন্য কোনো সেন্টারে গিয়ে রিপোর্টিং করতে হবে না। কলেজ শুরু হওয়ার সময় শুধুমাত্র মূল রেজাল্ট যাচাই করে দেখা হবে।

কলেজ-বিশ্ববিদ্যালয় এবং আসন সংখ্যা

রাজ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি কলেজ ১০টি, আসন সংখ্যা ২,০৫৩টি।

বেসরকারি ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি কলেজ ৮৬টি, আসন সংখ্যা ২৮,৪৯৩টি।

সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১ টি। আসন সংখ্যা ২,২৮৩।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯টি, আসন সংখ্যা ২,০৬২।

সব মিলিয়ে রাজ্যের ১১৬টি প্রতিষ্ঠানে মোট আসন সংখ্যা ৩৪,৮৯১।

আরও পড়তে পারেন: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত, মেধাতালিকা

Continue Reading

রাজ্য

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত

প্রায় ছ’য় মাসের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চলতি বছরের ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হয় আজ।

cbse class X result
প্রতীকী ছবি

কলকাতা: শুক্রবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। চলতি বছরের ২ ফেব্রুয়ারি গৃহীত এই পরীক্ষার ফল প্রকাশিত হল এ দিন।

প্রায় ছ’য় মাসের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance) বোর্ডের চলতি বছরের ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হয় আজ। পরীক্ষার্থীরা www.wbjeeb.in   এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এই র‍্যাঙ্ক কার্ড দেওয়া হবে প্রত্যেক পরীক্ষার্থীকেই।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই গত ২ ফেব্রুয়ারি রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা নেওয়া হয়। রাজ্যের পরিকল্পনা ছিল, দ্রুত ফলাফল প্রকাশ করে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে আসন পূরণ করা হবে। কিন্তু করোনাভাইরাস মহামারির জেরে সেই পরিকল্পনায় বাধার সৃষ্টি হয়।

চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ৮৮,৮০০ জন। রাজ্যে প্রত্যেক বছরই ইঞ্জিনিয়ারিংয়ে আসন ৬০-৭০ শতাংশ খালি থেকে যায়। এই বিষয়টি বিবেচনা করেই গতবারের তুলনায় অনেকটাই আগে জয়েন্ট বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয়।

মেধাতালিকা

প্রথম: সৌরদীপ দাস, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, দেওঘর

দ্বিতীয়: শুভম ঘোষ, ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর

তৃতীয়: সীমান্তি দে, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক

চতুর্থ: উৎসব বসু, সাউথ পয়েন্ট হাই স্কুল

পঞ্চম: পূর্ণেন্দু সেন, ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর

ষষ্ঠ: অঙ্কুর ভৌমিক, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক

সপ্তম: সোহম সমাদ্দার, গার্ডেন হাই স্কুল

অষ্টম: অরিত্র মিত্র, আর্য বিদ্যামন্দির, বেহালা

নবম: গৌরিক মাসকারা, সেন্ট জোন্স স্কুল,সল্টলেক

দশম: অর্ক দত্ত, লাল বাহাদুর শাস্ত্রী সিনিয়র সেকেন্ডারি স্কুল

সাধারণত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকার ফল প্রকাশ করলেও এ বার তা করোনার জন্য বেশ কয়েক মাস পিছিয়ে যায়। প্রায় ১৭ হাজার কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অন লাইনে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।

জানা গিয়েছে, এ বছর কাউন্সেলিং অনলাইনে হওয়ার পাশাপাশি রিপোর্টিং করার ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা ভার্চুয়ালি রিপোর্ট করতে পারবেন। বোর্ড পরিকল্পনা করেছে, করোনাভাইরাস সংক্রমণের জন্য ছাত্রছাত্রীদের আর ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে হবে না।

 রাজ্যে ১৭ হাজার ২৮৮টি কমন সার্ভিস সেন্টার রয়েছে। ওই সব সেন্টারের মাধ্যমে কাউন্সেলিংয়ে অংশ গ্রহণ করা যাবে। অন্য দিকে যাঁরা র‌্যাঙ্ক করবেন তাঁদের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের জন্য কোনো টাকা লাগবে না।

Continue Reading
Advertisement
দেশ34 mins ago

কেরলে ভয়াবহ ধসে মৃত ১৩, নিখোঁজ বহু

দেশ37 mins ago

করোনা ভ্যাকসিন: গেটস ফাউন্ডেশনের কাছ থেকে বড়ো অঙ্কের আর্থিক সহায়তা পাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট

রাজ্য57 mins ago

১১-১২ বছর ধরে ভাত খান না বিমান বসু, তা হলে কী খান?

বিনোদন2 hours ago

অনুরোধ প্রত্যাখ্যানের পর ইডির দফতরে হাজিরা দিতেই হল রিয়া চক্রবর্তীকে

প্রবন্ধ3 hours ago

গীতিকার প্রণব রায়ের প্রয়াণবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম

রাজ্য3 hours ago

প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল, কাউন্সেলিংয়ে টাকা লাগবে না

cbse class X result
রাজ্য4 hours ago

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত

দেশ5 hours ago

নয়া শিক্ষানীতি কোনো একটি অঞ্চলের প্রতি পক্ষপাতদুষ্ট নয়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দেশ8 hours ago

কোভিড আপডেট: নতুন করে আক্রান্ত ৬২৫৩৮, সুস্থ ৪৯৭৬৯

গাড়ি ও বাইক2 days ago

পেট্রোলচালিত গাড়ি ‘এস-ক্রস’ বাজারে নিয়ে এল মারুতি সুজুকি

ক্রিকেট2 days ago

অঘটন! ৩২৯ তাড়া করে বিশ্বচ্যাম্পিয়নদের হারাল আয়ারল্যান্ড

ক্রিকেট2 days ago

আইপিএলের নিয়মাবলি: গুচ্ছের টেস্টিং, চলা-ফেরায় নিয়ন্ত্রণ, একটি দলের জন্য একটি হোটেল

দেশ2 days ago

রুপোর ইট দিয়ে রামমন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রযুক্তি2 days ago

শাওমি, বাইডু-সহ আরও বেশ কয়েকটি চিনা সংস্থার অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

দেশ2 days ago

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিল সুস্থতা, সক্রিয় কোভিডরোগী কমল ভারতে

দেশ3 days ago

কোভ্যাক্সিনের ট্রায়ালের শুরুতেই হোঁচট! কুড়ি শতাংশ স্বেচ্ছাসেবকের শরীরে মিলল করোনার অ্যান্টিবডি

রবিবারের খবর অনলাইন

কেনাকাটা

কেনাকাটা21 hours ago

ঘর ও রান্নাঘরের সরঞ্জাম কিনতে চান? অ্যামাজন প্রাইম ডিলে রয়েছে ৫০% পর্যন্ত ছাড়

খবরঅনলাইন ডেস্ক : অ্যামাজন প্রাইম ডিলে রয়েছে ঘর আর রান্না ঘরের একাধিক সামগ্রিতে প্রচুর ছাড়। এই সেলে পাওয়া যাচ্ছে ওয়াটার...

কেনাকাটা23 hours ago

এই ১০টির মধ্যে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি প্রাইম ডে সেলে কিনতে পারেন

খবরঅনলাইন ডেস্ক : চলছে অ্যামাজনের প্রাইমডে সেল। প্রচুর সামগ্রীর ওপর রয়েছে অনেক ছাড়। ৬ ও ৭  তারিখ চলবে এই সেল।...

কেনাকাটা2 days ago

শুরু হল অ্যামাজন প্রাইম ডে সেল, জেনে নিন কোন জিনিসে কত ছাড়

খবরঅনলাইন ডেস্: শুরু হল অ্যামাজন প্রাইম ডে সেল। চলবে ২ দিন। চলতি মাসের ৬ ও ৭ তারিখ থাকছে এই অফার।...

things things
কেনাকাটা1 week ago

করোনা আতঙ্ক? ঘরে বাইরে এই ১০টি জিনিস আপনাকে সুবিধে দেবেই দেবে

খবরঅনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে ঘরে এবং বাইরে নানাবিধ সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে। আগামী বেশ কয়েক মাস এই নিয়মই অব্যাহত...

কেনাকাটা1 week ago

মশার জ্বালায় জেরবার? এই ১৪টি যন্ত্র রুখে দিতে পারে মশাকে

খবরঅনলাইন ডেস্ক: একে করোনা তায় আবার ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এই সময় প্রতি বারই মশার উৎপাত খুবই বাড়ে। এই বারেও...

rakhi rakhi
কেনাকাটা2 weeks ago

লকডাউন! রাখির দারুণ এই উপহারগুলি কিন্তু বাড়ি বসেই কিনতে পারেন

সামনেই রাখি। কিন্তু লকডাউনের মধ্যে মনের মতো উপহার কেনা একটা বড়ো ঝক্কি। কিন্তু সেই সমস্যা সমাধান করতে পারে অ্যামাজন। অ্যামাজনের...

কেনাকাটা2 weeks ago

অনলাইনে পড়াশুনা চলছে? ল্যাপটপ কিনবেন? দেখে নিন ৪০ হাজার টাকার নীচে ৬টি ল্যাপটপ

ইনটেল প্রসেসর সহ কোন ল্যাপটপ আপনার অনলাইন পড়াশুনার কাজে লাগবে জেনে নিন।

কেনাকাটা3 weeks ago

করোনা-কালে ঘরে রাখতে পারেন ডিজিটাল অক্সিমিটার, এই ১০টির মধ্যে থেকে একটি বেছে নিতে পারেন

শরীরে অক্সিজেনের মাত্রা বুঝতে সাহায্য করে এই অক্সিমিটার।

কেনাকাটা3 weeks ago

লকডাউনে সামনেই রাখি, কোথা থেকে কিনবেন? অ্যামাজন দিচ্ছে দারুণ গিফট কম্বো অফার

খবরঅনলাইন ডেস্ক : সামনেই রাখি। কিন্তু লকডাউনের মধ্যে দোকানে গিয়ে রাখি, উপহার কেনা খুবই সমস্যার কথা। কিন্তু তা হলে উপায়...

laptop laptop
কেনাকাটা3 weeks ago

ল্যাপটপ কিনবেন? দেখে নিন ২৫ হাজার টাকার মধ্যে এই ৫টি ল্যাপটপ

খবরঅনলাইন ডেস্ক : কোভিভ ১৯ অতিমারির প্রকোপে বিশ্ব জুড়ে চলছে লকডাউন ও ওয়ার্ক ফ্রম হোম। অনেকেই অফিস থেকে ল্যাপটপ পেয়েছেন।...

নজরে

Click To Expand