নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, এ দিন বিশ্ববিদ্যালয়ের দু’ নম্বর গেট দিয়ে যাওয়ার সময় অনেকেই দুর্গন্ধ পান। সেই খবর ছড়িয়ে পড়ে। এর পর বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে প্রবেশ করতেই মৃতদেহ দেখা যায়।
ধারণা করা হচ্ছে, গত কয়েক দিন ধরে গাছে ঝুলে থাকা এই মৃতদেহে পচন ধরেই দুর্গন্ধ ছড়ায়।
খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করার কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে যান বিধায়ক আনন্দময় বর্মন। তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ।
তিনি জানান, এর আগেও মাটিগাড়ায় মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর মৃতদেহ উদ্ধার নানা প্রশ্ন তৈরি করছে।
বিজেপি বিধায়ক বলেন, “বিশ্ববিদ্য়ালয়ের তরফে এখানে প্রাচীর দেওয়া দরকার। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনেরও ব্যবস্থা নেওয়া উচিত। পশ্চিমবঙ্গে এখন যা পরিস্থিতি তাতে এ ধরনের ঘটনা একটার পর একটা উঠে আসছে। মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন।”
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
হাইকম্যান্ডের চাপের কাছে নতিস্বীকার, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিংহ
অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৫ তৃণমূল নেতাকে তলব করল ত্রিপুরা পুলিশ
বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে নন্দীগ্রামে মৃত নাবালিকা, আহত ২
ঘূর্ণাবর্তের প্রভাবে ফের ব্যাপক বৃষ্টি, জল জমল কলকাতার একাধিক অংশে