নিজের মিলের মধ্যেই খুন বিজেপি কর্মী, কাঠগড়ায় দ্বিতীয় স্ত্রীর প্রাক্তন স্বামী

সাহারাম বর্মন। ছবি: জি২৪ ঘণ্টা থেকে

শিলিগুড়ি: ৪৫ বছর বয়সি এক বিজেপি কর্মীকে খুনের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায়। অভিযোগ, মাথায় বাটাম দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে।

রাঙ্গাপানি দুর্গা মন্দির সংলগ্ন একটি মিলের মালিক সাহারাম বর্মন। ঘটনায় প্রকাশ, বছর চারেক আগে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। এর পর অভিযুক্ত পলাশ রায়ের স্ত্রী ভারতী বর্মনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। তাঁকেই দ্বিতীয় বিয়ে করেন সাহারাম। বিয়ের পর দিব্যি সংসার করছিলেন তাঁরা।

তবে তার পর থেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ, আক্রোশ চলছিল। ঘটনায় প্রকাশ, শনিবার সকালে আচমকা নির্মলজোতে যান পলাশ। সেখানেই বাটাম দিয়ে সাহারামের মাথায় আঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় সাহারামের। এই দৃশ্য দেখে ছুটে আসেন মৃতের স্ত্রী এবং মেয়ে। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে নিয়ে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।

এ দিকে, বিজেপি-র দাবি, এলাকার একজন দলীয় কর্মী ছিলেন সাহারাম। চারটি বুথে বিজেপির শক্তি প্রমুখ ছিলেন তিনি।

সূত্রের খবর, এই ঘটনায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তাঁর স্ত্রীর প্রাক্তন স্বামী পলাশ। তাঁর বাড়ি ফাঁসিদেওয়া থানার টোওয়াজোতে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়তে পারেন: 

কাশীপুরের পর খেজুরি, ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপানউতোর

ছত্তীসগঢ় সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে আলোচনায় প্রস্তুত মাওবাদীরা, রইল একাধিক শর্ত

হাজারের উপর চড়ল রান্নার গ্যাস, জন-যন্ত্রণা নিয়ে মমতার নিশানায় কেন্দ্র

জামশেদপুরে টাটা ইস্পাত কারখানায় আচমকা বিস্ফোরণ! আহত অন্তত ৩, দেখুন ভিডিয়োয়

সৌরভ রাজনীতিতে এলে মানুষের জন্য ভালো কাজই করবেন, জল্পনা উস্কে মন্তব্য ডোনা গঙ্গোপাধ্যায়ের

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন