নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার সহবাস! অন্তঃসত্ত্বা নাবালিকাকে বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত। এর পরই এক যুবককে গ্রেফতার করল আমবাড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিণভিটা এলাকার বাসিন্দা ১৬ বছরের এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় বাসিন্দা শংকর মণ্ডলের। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার নাবালিকাকে ধর্ষণ করে শংকর।
নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শংকরকে বিয়ের কথা বললেও সে নানা টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যায়।
নাবালিকার পরিবারের অভিযোগ, সম্প্রতি নাবালিকাকে আমবাড়ির একটি বাড়িতে নিয়ে এসে শংকর ও তার বন্ধু রাজা হালদার ধর্ষণ করে। এর পরই সমস্ত বিষয়টি নাবালিকা তার পরিবারকে জানায়।
পরিবারের পক্ষ থেকে আমবাড়ি থানায় অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে রাজা হালদারকে গ্রেফতার করে পুলিশ। গা ঢাকা দিয়েছে মূল অভিযুক্ত শংকর।
মূল অভিযুক্তের খোঁজ ও তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত রাজাকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
সুন্দরবনের দ্বীপাঞ্চলের মানুষের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা
হাজিরার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি
অসুস্থ মুকুল রায়, আর্জি রাখতে পিএসি মামলায় ২ দিন বাড়তি সময় দিল হাইকোর্ট
শরিয়তি আইন প্রতিষ্ঠাই মূল লক্ষ্য, জানিয়ে দিল তালিবান
সাংসদ অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, টুইট উদ্বেগ প্রকাশ রাজ্যপালের