শিলিগুড়ি: পাশেই ঘুরে বেড়াচ্ছে দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার। এই অবস্থায় বিকল হয়ে পড়ে রয়েছে সাফারির বাস। বুধবার এমনই ঘটনা ঘটল শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারি পার্কে। এর ফলে সাফারিতে যাওয়ার পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আধ ঘণ্টা ওই অবস্থায় থাকার পরে অন্য গাড়ি পাঠিয়ে আটক পর্যটকবোঝাই বাসটিকে ওই এলাকার বাইরে নিয়ে আসা হলে হাঁফ ছাড়েন সকলে।
সাফারি পার্ক কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরিণ, ভালুক-সহ অন্য জন্তু দেখানোর পর টাইগার সাফারির জন্য বাঘের এনক্লোজারে ঢোকে ওই বাসটি। টাইগার সাফারি করানোর সময় বাঘ দেখাতে গাড়ি দাঁড়ায়। তার পরে স্টার্ট নেওয়ার সময় বিপত্তি ঘটে।
বাস বিকল হয়ে গিয়েছে, এটা বুঝতেই পর্যটকদের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার জোগাড়। বাসের ভেতরে তখন বেশ কয়েকটি শিশুও ছিল। তাদের মধ্যেই আতঙ্ক ছড়ায়। আতঙ্ক আরও বাড়ে যখন বাসের কাছেই দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার শীলা আর বিভানকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল।
আরও পড়ুন রাজস্থানের জাতীয় উদ্যানে পর্যটকদের তাড়া বাঘের, দেখুন রোমহর্ষক ভিডিও
এ ভাবে প্রায় মিনিট কুড়ি আটকে থাকার পর অন্য গাড়ি গিয়ে অকেজো বাসটিকে টেনে ওই এনক্লোজারের বাইরে নিয়ে আসে। এর পরে ওই দর্শকদের অন্য গাড়িতে নিরাপদে তুলে দেওয়া হয়।
এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই পর্যটকদের মধ্যে চাপা একটা আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেরই মত, প্রতি দিন টাইগার এনক্লোজারে ঢোকার আগে এক বার করে বাসগুলি পরীক্ষা করে নিলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে।