শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী একটি পর্যটক বোঝাই বাস রংপোর কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। আন্ধেরির কাছে পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে তিস্তা নদীর পাড়ে গিয়ে পড়ে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বাসটিতে ২০ জনেরও বেশি যাত্রী ছিলেন, যাদের মধ্যে বহুজন গুরুতর আহত। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় প্রশাসন ও পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, গুরুতর জখমদের চিকিৎসার জন্য শিলিগুড়িতে পাঠানো হতে পারে।
উদ্ধারকাজ এখনও চলছে। প্রশাসনের মতে আরও হতাহতের আশঙ্কা রয়েছে। কালিম্পঙের পুলিশ সুপার শ্রী হরি পাণ্ডে বলেন, ‘এখনও পর্যন্ত ৪ জনের দেহ পাওয়া গিয়েছে। উদ্ধারকাজ চলছে।’ উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা স্পষ্ট করা যাচ্ছে না।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, পাহাড়ি রাস্তার তীক্ষ্ণ বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বৃষ্টিজনিত পিচ্ছিল রাস্তা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।