ষষ্ঠ অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার। যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই কমিশন পঞ্চায়েত এবং পুরসভার আর্থিক ও পরিকাঠামোগত উন্নয়ন, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কাজ করবে।
কমিশনের গঠন
ষষ্ঠ অর্থ কমিশনে মোট ৫ জন সদস্য রয়েছেন। চেয়ারম্যান দ্বিবেদী ছাড়াও আছেন প্রাক্তন আইএএস অফিসার অজয় ভট্টাচার্য এবং বর্ণালী বিশ্বাস, প্রাক্তন ডাব্লিউবিসিএস অফিসার আশিসকুমার চক্রবর্তী এবং ব্যাঙ্ক আধিকারিক রুমা মুখোপাধ্যায়।
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিশনের মেয়াদ দু’বছর। আগামী বছরের ১ এপ্রিল থেকে কাজ শুরু করবে এই কমিশন। এর ৬ মাসের মধ্যেই পরবর্তী পাঁচ বছরের রূপরেখা তৈরি হবে।
কমিশনের কাজ
কমিশন পঞ্চায়েতের আর্থিক অবস্থার উন্নয়ন, আয় ও কর ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। পাশাপাশি, পুরসভাগুলির অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ রাজ্যপালকে জানাবে।
অতীতের অর্থ কমিশন
২০২২ সালের মে মাসে গঠিত পঞ্চম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। সেই কমিশনের সদস্যদের মধ্যে বর্ণালী বিশ্বাস, আশিসকুমার চক্রবর্তী এবং রুমা মুখোপাধ্যায় ষষ্ঠ অর্থ কমিশনেও থাকছেন।
দ্বিবেদীর ভূমিকা
২০২৩ সালের ডিসেম্বরে মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্য সরকারের আর্থিক উপদেষ্টা পদে নিযুক্ত হন। এবার তিনি ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে।
১০০ বছরে কলকাতা বিমানবন্দর, যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক সম্প্রসারণ পরিকল্পনা
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

