Homeখবররাজ্যসাত বছর পর ঘূর্ণিঝড়হীন মে দেখতে চলেছে বঙ্গোপসাগর

সাত বছর পর ঘূর্ণিঝড়হীন মে দেখতে চলেছে বঙ্গোপসাগর

প্রকাশিত

শ্রয়ণ সেন

ধারাটা শুরু হয়েছিল ২০১৮ থেকে। তার পর, প্রত্যেক বছরই মে মাসে ঘূর্ণিঝড় দেখেছে বঙ্গোপসাগর। সেই ধারায় ছেদ পড়তে চলেছে, এই বছর। অর্থাৎ, সাত বছর পর ঘূর্ণিঝড়হীন মে মাস দেখতে চলেছে বঙ্গোপসাগর।
কিছুদিন ধরেই বিভিন্ন মহলে ঘূর্ণিঝড় সংক্রান্ত নানা রকম খবর রটছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আতঙ্ক দুই-ই ছড়িয়েছে। যদিও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো পরিস্থিতিই এখন নেই।
প্রসঙ্গত উল্লেখ্য, অন্য বছরগুলির তুলনায় এ বছর আন্দামান সাগর দিয়ে খুব দ্রুতগতিতে এগোচ্ছে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই আন্দামান দ্বীপপুঞ্জের অধিকাংশ অঞ্চল, আন্দামান সাগর আর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে বর্ষা পৌঁছে গিয়েছে। সব ঠিকঠাক চললে আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা সাগরের আরও বড়ো অংশে প্রবেশ করে যাবে। ঠিক এই কারণেই সাগরের পরিস্থিতি আর ঘূর্ণিঝড় জন্ম দেওয়ার মতো অনুকূল থাকবে না বলেই মনে করা হচ্ছে।

ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য সাগরের জলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বর্ষা প্রবেশ করে যাওয়ায় এবং আকাশে মেঘের আস্তরণের কারণে জল আর খুব বেশি গরম হচ্ছে না। সে কারণেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় নেই।

যদিও নিম্নচাপ তৈরি হতে পারে। মনে করা হচ্ছে মে মাসের শেষের দিকে চলতি মরশুমের প্রথম নিম্নচাপ দানা বাঁধতে পারে বঙ্গোপসাগরে। তার হাত ধরে উত্তরপূর্ব এবং পূর্ব ভারতে অনেকটাই অগ্রসর হতে পারে বর্ষা। তবে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না।

উল্লেখ্য, ২০১৮ থেকে মে মাসে টানা ঘূর্ণিঝড়ের জন্ম দিয়েছে বঙ্গোপসাগর। এর মধ্যে ২০১৯-এর ফণী, ২০২০-এর আম্ফান, ২০২১-এর ইয়াস এবং ২০২৪-এর রেমাল উল্লেখযোগ্য। এই সবকটি ঝড়ই পশ্চিমবঙ্গে প্রভাব ফেলেছিল। তবে সব কিছু ঠিকঠাক চললে এবার আর মে মাসে কোনো ঘূর্ণিঝড়ের জন্ম বঙ্গোপসাগর দেবে না।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

রাজ্যে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ, বিধানসভায় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

রাজ্যে গৃহস্থের পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও স্মার্ট মিটার বসানো বন্ধ। বিধানসভায় এ কথা স্পষ্ট করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিরোধিতা কেন্দ্রের চাপের অভিযোগ ঘিরে।

ভোটের মুখে বাংলায় দু’টি ‘স্লিপার’ বন্দে ভারত, দিল্লি-হাওড়া ও দিল্লি-শিয়ালদহ রুটে চালুর সম্ভাবনা

আগামী বছর বিধানসভা ভোটের আগে বাংলায় আসছে বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন। দিল্লি-হাওড়া ও দিল্লি-শিয়ালদহ রুটে চালু হবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস।

বৃষ্টির মধ্যেই বাড়বে গরম, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা

শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে, চলবে নিয়মিত বৃষ্টি। তবে গরমও বাড়বে বলে জানাল হাওয়া অফিস।শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে, চলবে নিয়মিত বৃষ্টি। তবে গরমও বাড়বে বলে জানাল হাওয়া অফিস।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে