Homeখবররাজ্যএকই ছাদের নীচে চিকিৎসা, পরীক্ষা, ওষুধ—রাজ্যে আসছে ‘স্মার্ট ওপিডি’

একই ছাদের নীচে চিকিৎসা, পরীক্ষা, ওষুধ—রাজ্যে আসছে ‘স্মার্ট ওপিডি’

প্রকাশিত

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড়সড় রূপান্তরের পথে হাঁটছে স্বাস্থ্যদপ্তর। এবার গোটা রাজ্যজুড়ে চালু হতে চলেছে ‘স্মার্ট ওপিডি’ বা স্মার্ট আউটডোর পরিষেবা। সরকারি পরিভাষায় একে বলা হচ্ছে এমন এক পরিষেবা, যার মূল লক্ষ্য হল সাধারণ রোগীদের হাসপাতালের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা।

বর্তমানে সরকারি হাসপাতালগুলির আউটডোরে চিকিৎসা করাতে এসে রোগীদের পড়তে হয় নানান জটিলতায়। একদিকে চিকিৎসকের ঘর, তো অন্যদিকে রোগ বা রক্ত পরীক্ষার জায়গা—সেখানে থেকে ওষুধ সংগ্রহের জন্য ছুটতে হয় অন্য তলায় বা অন্য ভবনে। এই ছুটোছুটির ক্লান্তি এবং সময়ের অপচয় দূর করতেই এবার উদ্যোগ নেওয়া হয়েছে ‘স্মার্ট ওপিডি’ গঠনের।

স্মার্ট ওপিডি-তে থাকছে—একই ছাদের তলায় একাধিক ঘরে চিকিৎসকের পরামর্শ, রোগ ও রক্ত পরীক্ষা এবং সরকারি ফার্মাসি থেকে ওষুধ সংগ্রহের সুযোগ। এতে রোগী ও তাঁর পরিজনদের সময়, শ্রম এবং হয়রানি—সবটাই কমবে বলে দাবি স্বাস্থ্যদপ্তরের।

প্রাথমিক পর্যায়ে রাজ্যের দ্বিতীয় স্তরের সরকারি হাসপাতালগুলিকে স্মার্ট ওপিডিতে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ১৪টি জেলা হাসপাতাল, ৩৪টি মহকুমা হাসপাতাল এবং ২৭টি স্টেট জেনারেল হাসপাতাল।

উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল ইতিমধ্যেই স্মার্ট আউটডোর তৈরির পথে অনেকটাই এগিয়ে। সাংসদ পার্থ ভৌমিকের তহবিল থেকে প্রতিটি হাসপাতালে ২ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। পরিকাঠামো তৈরির জন্য স্বাস্থ্যদপ্তরও বরাদ্দ করবে অতিরিক্ত অর্থ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সমুদ্র সেনগুপ্ত জানিয়েছেন, “আশা করছি, এই বছরের শেষের দিকে স্মার্ট ওপিডি চালু হয়ে যাবে।”

এখানেই শেষ নয়। শহরের স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনেও ম্যালেরিয়া ক্লিনিককে স্মার্ট ক্লিনিকে রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে। রক্ত সংগ্রহ, রিপোর্ট এবং ওষুধ—সবই মিলবে একই দিনের মধ্যে, একই ভবনে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই মত স্বাস্থ্য কর্তাদের।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।