নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে ভাবনাতীত ভাবে ক্ষতবিক্ষত হলেন বৃদ্ধ মা-বাবা। শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার দীঘলগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনিয়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবরে প্রকাশ, জনৈক প্রশান্ত ভৌমিক (৪০) পারিবারিক অশান্তির কারণে নিজের মায়ের দু’টি হাত কেটে দিয়ে ও বাবাকে গুরুতর ভাবে কাটারি দিয়ে আঘাত করেন। আহত মা বীণা ভৌমিক (৬২) বর্তমানে পিজিতে ও বাবা প্রফুল্ল ভৌমিক (৬৮) বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গ্রামবাসীর কথায়, “প্রশান্ত অত্যন্ত ঠাণ্ডা মাথার ছেলে। কেন এমন করল বুঝতে পারছি না। গতকাল স্থানীয় এক দোকানে নতুন কাটারি তৈরি করায়। তার পর আজ সকাল ১০টা নাগাদ বাবা-মাকে গুরুতর জখম করে গ্রামবাসীদের পুলিশে খবর দিতে বলে”।
পরে ঘটনাস্থলে আসে ইন্দাস থানার পুলিশ ও বিষ্ণুপুর এসডিপিও। ঘাতক প্রশান্ত ভৌমিককে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।