খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার, ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তি। ওই দিনই মকরস্নান। তবে সাগরসঙ্গমে স্নান চলে তার বেশ কয়েক দিন আগে থেকেই। আর সেই স্নানকে কেন্দ্র করে বুধবারই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।। ইতিমধ্যে সাগরসঙ্গমে পুণ্যস্নান সারতে পুণ্যার্থী তথা পর্যটকদের আসাও শুরু হয়ে গিয়েছে। আসতে শুরু করেছেন সাধু-সন্তরাও।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা সংক্রান্ত সমস্ত কাজ তদারকি করতে দু’দিনের জন্য গঙ্গাসাগর গিয়েছিলেন। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগর যান মমতা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, ব্যবস্থাপনা, নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতায় ফিরে আসেন মুয়খ্যমন্ত্রী। ফিরে আসার আগে কপিলমুনির আশ্রম, ভারত সেবাশ্রমেও যান তিনি।
সাজছে মেলাপ্রাঙ্গণ।
মেলাকে ঘিরে বিভিন্ন মঙ্গলবার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
ভারত সেবাশ্রম সংঘে মুখ্যমন্ত্রী।
কপিল মুনির আশ্রমে মুখ্যমন্ত্রী।
সমাগম হচ্ছে পুণ্যার্থীদের। শুরু হয়ে গিয়েছে নানা আচার-অনুষ্ঠান।
আসতে শুরু করেছেন পর্যটকেরাও।
প্রস্তুত পুরোহিত সম্প্রদায়ও।
মেলাকে কেন্দ্র করে সাগরের বাসিন্দাদের রোজগারের আর একটি পথ।
ছবি: রাজীব বসু।