উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: আবার এক পুলিশ আধিকারিকের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা। ভিন রাজ্য থেকে ধৃত এক প্রতারক।
ঘটনাটি ঘটেছে সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ জুন সুন্দরবনের কাকদ্বীপ মহকুমা পুলিশ আরক্ষ আধিকারিক অনিলকুমার রায়ের পারিবারিক ফোটো ব্যবহার করে তাঁর নামে একটি ফেক ফেসবুক প্রোফাইল তৈরি করে ফেসবুকের বন্ধুদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করে এক ব্যক্তি।
এ ব্যাপারে অনিল রায় বলেন, “ওই ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে বহু মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় এবং অনেকে তা গ্রহণও করেন। বলা হয়, আমি হাসপাতালে ভরতি, চিকিৎসার জন্য ফোনপে বা গুগলপের মাধ্যমে ২৫,০০০-৩০,০০০ টাকা ধার হিসাবে পাঠানোর অনুরোধ জানানো হয়। আর এই মেসেজ অনেকের সন্দেহ হওয়ায় কয়েকজন বন্ধু আমার সঙ্গে ফোন বা মেসেঞ্জারে যোগাযোগ করেন। আর তখন আমি এই আসল ফেসবুকের মাধ্যমে পোস্ট করে প্রতারকের ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাই। ফেক ফেসবুক অ্যাকাউন্ট ওই রাতেই বন্ধ করে দিই”।
তিনি আরও বলেন, “আমার অভিযোগের ভিত্তিতে সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় এই বিষয়ে জামিন অযোগ্য ধারায় একটি মামলা করা হয়”।
তদন্তে জানা যায়, মধ্যপ্রদেশের রাইসেন জেলার পাপডা গ্রামের দীনেশ গুর্জর নামে এক প্রতারক তাঁর মোবাইল ফোন ব্যবহার করে এই ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করছে। সুন্দরবন সাইবার ক্রাইম থানার পিএসআই রিধি সরকারের নেতৃত্বে একটি পুলিশ টিম মধ্যপ্রদেশে যায় এবং অপরাধীকে গ্রেফতার করে আনে।
ধৃতের ওই মোবাইল ফোন ও সিমকার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গত জুন মাসে জয়নগর থানার আইসি অতনু সাঁতরার নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
খবর অনলাইন-এর অন্যান্য প্রতিবেদন পড়ুন এখানে: khaboronline.com
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।