Homeরাজ্যদঃ ২৪ পরগনাহেলমেট-টুপি পরে সোনার বা খাবারের দোকানে নয়, নির্দেশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

হেলমেট-টুপি পরে সোনার বা খাবারের দোকানে নয়, নির্দেশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

প্রকাশিত

প্রতিষ্ঠিত দোকানে ক্রেতাদের ঢোকার ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।  তাতে বলা হয়েছে, হেলমেট, টুপি বা মাস্ক পরে দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢোকা যাবে না। বারাকপুর ছাড়াও নৈহাটি, কাঁচরাপাড়়া সর্বত্রই এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের নির্দেশিকা মেনে সেই নোটিস দোকানে টাঙিয়ে দেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের তাড়া করে বেড়াচ্ছে গ্যাংস্টার সুবোধ সিংহের আতঙ্ক। সে কারণেই কমিশনানেরেট পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শুধু সোনার দোকান নয়, ব্যারাকপুর জুড়ে বড় বড় রেস্তরাঁ, সোনার শো-রুম রয়েছে। নামী বিরিয়ানির দোকান রয়েছে। সেই সব প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পদক্ষেপ করেছে কমিশনারেট। ইতিমধ্যেই বারাকপুর কমিশনারেট এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। কোনও ক্রেতা খোলা মাথায় দোকানে ঢুকলে তাকে সহজে চিহ্নিত করা যাবে। ফলে, কমিশনারেটের পক্ষ থেকে নজরদারিতে সুবিধা হবে।

সম্প্রতি, দক্ষিণেশ্বরের একটি হোটেলে আগ্নেয়াস্ত্র সহ বিহারের দু’জন দুষ্কৃতীকে গোয়েন্দারা গ্রেফতার করে। ব্যারাকপুরের একটি খাবারের দোকানে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। তাতে বোঝা যায়, বিহারের অন্য গ্যাংস্টারদের নজর রয়েছে বারাকপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের দিকে। তাই নজরদারি খামতি রাখতে চাইছেন না পুলিস কর্তারা।

এদিকে, বারাকপুরের বিরিয়ানি দোকানের মালিককে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে সুবোধ সিংকে পাঁচদিনের হেফাজতে নিয়েছে মোহনপুর পুলিস। এছাড়া মঙ্গলবার সুবোধ সিং ও রোশন যাদবের কণ্ঠস্বরের নমুনা আদালতেই সংগ্রহ করা হয়। সুবোধের আইনজীবী কমলজিৎ সিং বলেন, ভয়েস স্যাম্পেল সংগ্রহ করার পর মোহনপুর থানা তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিকেলে মোহনপুর থানায় নিয়ে যাওয়া হয়। রাস্তায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিমুখে সুবোধ জানায়, সে কিছুই জানে না, তাকে ফাঁসানো হচ্ছে। সব ফালতু কথা। এদিনও তাকে হেলমেট পরিয়ে নিয়ে আসা হয়েছিল, আবার হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়। বারাকপুর কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ জানান, ব্যবসায়ীকে হুমকির ঘটনায় সুবোধের যোগ পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

সাম্প্রতিকতম

পাকিস্তান কেন যাচ্ছেন? আরও স্পষ্ট করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

নয়াদিল্লি: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ঘোষণা করেন যে তাঁর আসন্ন পাকিস্তান সফর শুধুমাত্র...

‘তারক মেহতা কা উলটা চশমা’য় আসছে নতুন সোনু

নতুন সোনু আসছে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’য়। পলক সিন্ধোয়ানির জায়গায়...

দুর্গোৎসব ২০২৪: এ এক বহু প্রাচীন দুর্গামন্দির যার দুয়ার খোলে শুধুমাত্র নবরাত্রির ৯টি দিনে

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে আজ তিন দিন হল। পুণ্যার্থীদের ভিড় বাড়ছে সেই মন্দিরে। শুধু...

ত্বকের পরিচর্যায় সেরাম ব্যবহার করেন? জানেন কি ভুল ব্যবহারে হিতে বিপরীত হতে পারে?

দেবীপক্ষ শুরু হয়ে তৃতীয়া পড়ে গেল। পুজোর দিন এসে গেল। কিন্তু পুজোর দিনে তো...

আরও পড়ুন

সুন্দরবনের দুঃস্থ শিশুদের পাশে বিরাট কোহলি, পরিবেশ রক্ষাতেও ভূমিকা

কলকাতা: সুন্দরবনের দুঃস্থ শিশুদের শিক্ষার প্রসারে ও পরিবেশ রক্ষায় এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেট দলের...

লকআপে মারধরের অভিযোগ, মৃত্যু যুবকের, প্রতিবাদে রণক্ষেত্র ঢোলাহাট

দক্ষিণ ২৪ পরগনা: পুলিশ হেফাজতে বেধড়ক মারধরের জেরে মৃত্যুর অভিযোগ। তীব্র ক্ষোভে ফেটে পড়েছে...

স্বামীর ‘বংশরক্ষা’র দাবি, স্ত্রীকে একাধিক পুরুষ দিয়ে ধর্ষণ, হাই কোর্টের দ্বারস্থ নির্যাতিতা

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকার এক মহিলার চাঞ্চল্যকর অভিযোগে আলোড়ন সৃষ্টি হয়েছে। থ্যালাসেমিয়ার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?