উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: এ বার খুনের ঘটনা ঘটল সুন্দরবনের ক্যানিংয়ে। লজে নিয়ে গিয়ে মহিলাকে খুনের অভিযোগ উঠল তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে। আর এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ডাক্তারের চেম্বারে দেহ ফেলে পালাল সেই অভিযুক্ত। শুক্রবার বিকেলে ক্যানিংয়ের ঘটনা।
জানা যায়, অভিযুক্তের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল মৃতার। তবে অভিযুক্ত পলাতক। দেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
মৃত বধূর নাম আমিনা মোল্লা। তিনি ক্যানিংয়ের দাঁড়িয়া পঞ্চায়েতের গোবরামারী এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেল, ওই বধূর সঙ্গে প্রতিবেশী মহসীন মোল্লার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে কিছুদিন আগে। শুক্রবার দুজনে ক্যানিংয়ের একটি আবাসিক লজে গিয়ে ওঠেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন আমিনা।
লজ সূত্রে জানা যায়, অভিযুক্ত মহসীন কর্মীদের কাছে এসে আমিনাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য সাহায্য চান। স্থানীয় ডাক্তারের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক আমিনাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, এর পরই সেখানে মৃতদেহ রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
এর পরে খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
তবে এই মৃত্যুর কারণ ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। হোটেলেই ওই বধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে না কি নির্যাতন চালানো হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
আরও পড়ুন: আরজি করের ঘটনা ধামাচাপার অভিযোগে নতুন মোড়, উদ্ধার সন্দীপ-অভিজিতের ফোনে মুছে দেওয়া তথ্য!