উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: অকাল ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালন কাকদ্বীপে। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ কৃষি দফতর এবং কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির উদ্যোগে মঙ্গলবার পালন করা হল ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর প্রতিরোধ দিবস।
গত ৬ নভেম্বর এই প্রতিরোধ দিবস পালনের দিন নির্ধারিত থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাকদ্বীপ ব্লকে তা পালন করা সম্ভব হয়নি। তাই অসময়ে অকাল এই ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালিত হল মঙ্গলবার।
এ দিন কাকদ্বীপ সহ-কৃষি অধিকর্তা যতীন্দ্রনাথ হালদার,পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার, সহ-সভাপতি সত্যব্রত মাইতি অধ্যক্ষ নন্দলাল মণ্ডল-সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সদস্যা এবং এলাকার চাষিদের উপস্থিতিতে “আমরা ন্যাড়া পোড়াই না, পোড়াতে চাই না” স্লোগান দিয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তায় সচেতনতা মূলক একটি পদযাত্রা হয়।
এর পরে এই বিষয়ে একটি আলোচনা সভা হয়, সেখানে উপস্থিত বক্তারা ন্যাড়া পোড়ানোর অপকারিতা সম্বন্ধে সবাইকে বুঝিয়ে বলেন। তবে এই সচেতনতামূলক অনুষ্ঠানটি সঠিক দিনে না হয়েও আজকের দিনে হওয়ায় খুশি চাষিরা। এই ধরনের অনুষ্ঠান থেকে অনেক কিছু বিষয়ে কৃষকদের সচেতন করেন কৃষি বিশেষজ্ঞরা।