Homeরাজ্যদঃ ২৪ পরগনালকআপে মারধরের অভিযোগ, মৃত্যু যুবকের, প্রতিবাদে রণক্ষেত্র ঢোলাহাট

লকআপে মারধরের অভিযোগ, মৃত্যু যুবকের, প্রতিবাদে রণক্ষেত্র ঢোলাহাট

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

দক্ষিণ ২৪ পরগনা: পুলিশ হেফাজতে বেধড়ক মারধরের জেরে মৃত্যুর অভিযোগ। তীব্র ক্ষোভে ফেটে পড়েছে মৃত আবু সিদ্দিক হালদারের পরিবার ও প্রতিবেশীরা। তাদের বিক্ষোভে রণক্ষেত্র হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ব্যারিকেড করে পুলিশ এবং নামানো হয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ)।

ঘটনার সূত্রপাত ৩০ জুন, যখন মৃত আবু সিদ্দিক হালদারের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়। তিনি পুলিশে অভিযোগ জানান। এর পর ১ জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তাঁর ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে নিয়ে যায়। অভিযোগ, মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয় এবং আবু সিদ্দিককে থানায় দফায় দফায় মারধর করা হয়।

৪ জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে এবং জামিন পান তিনি। কিন্তু তখন তিনি গুরুতর অসুস্থ ছিলেন। তাঁকে মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাঁকে পার্কসার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই রাত দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, পুলিশের অত্যাচারের কারণেই আবু সিদ্দিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ঢোলাহাট থানার সামনে প্রবল বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। মহিলারা পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়েন। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় র‍্যাফ, তবে এখনও পরিস্থিতি অশান্ত রয়েছে।

এ বিষয়ে সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, আদালতে পেশ করার সময় আবু সিদ্দিকের শারীরিক কোনও সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে সুন্দরবন জেলা পুলিশ।

পরিবারের অভিযোগ, চিকিৎসকদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, ওই যুবকের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লক আপে পুলিশের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ তুলছে পরিবার। অভিযোগ, এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার-সহ চার পুলিশ কর্মীর বিরুদ্ধে।

সাম্প্রতিকতম

পিছন থেকে নয়, সামনাসামনি গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে পোস্টমর্টেম রিপোর্টে চাঞ্চল্য

টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে পোস্টমর্টেম রিপোর্টে বড়সড় বিরোধ। FIR-এ বলা হয়েছিল পিছন থেকে গুলি, কিন্তু রিপোর্ট বলছে সামনে থেকে চারটি গুলি। উঠছে প্রশ্ন—তথ্য চাপা দেওয়া হচ্ছে কি?

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

আরও পড়ুন

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।

বাজি তৈরির সময় বিস্ফোরণ, পাথরপ্রতিমায় বাড়িতে পুড়ে মৃত পাঁচ, জখম একাধিক

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা সোমবার রাতে পর পর...