উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাইবার ক্রাইম বেড়ে চলেছে। এ বার জয়নগর থানার আইসি অতনু সাঁতরার নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল।

মঙ্গলবার সকালে জয়নগর থানার আইসি অতনু সাঁতরার ফোনে বহু মানুষ ফোন করে জানতে চান, তিনি আরও একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন কি না। এর উত্তরে ‘না’ বলে তিনি তৎক্ষণাৎ নিজের ফেসবুক থেকে লাইভ করে সাধারণ মানুষকে জানান, তাঁর নাম-পরিচয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাঁর একটি মাত্র অ্যাকাউন্ট আছে, যেটা থেকে তিনি ফেসবুক লাইভ করলেন।

তিনি এমনও বলেন, এই ধরনের কোনো অ্যাকাউন্টের মাধ্যমে তিনি কোনো টাকা কারো কাছে চাননি। আর ওই ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে ইতিমধ্যে সিআইডির সাইবার বিভাগে অভিযোগ জানিয়েছেন। খুব শীঘ্রই অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়তে পারেন: গুরুতর অসুস্থ কেপিপি নেতা অতুল রায়, তৃণমূল নেতৃত্বের সাহায্য মেলেনি, আবেদন মুখ্যমন্ত্রীকে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।