উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: স্ত্রীকে আবাস যোজনার টাকা জুয়া খেলার জন্য দিতে বাধ্য করার চেষ্টা। না পেয়ে নিজের বাড়িতেই আগুন লাগানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি পূর্ব শিবনগর এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম সওকত গাজী। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মদ এবং জুয়ার আসরে মেতে থাকেন।
সওকতের স্ত্রী লালমনি গাজীর অ্যাকাউন্টে সম্প্রতি আবাস যোজনার আওতায় ৬০ হাজার টাকা জমা হয়। সেই টাকা দাবি করেন সওকত। কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে, তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে স্ত্রীকে মারধর করেন এবং তারপর নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দেন।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। আগুন লাগার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে লালমনি গাজী ক্যানিং থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সওকত গাজী বর্তমানে পলাতক। তাঁকে ধরার জন্য তল্লাশি শুরু হয়েছে। এলাকাবাসী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
স্ত্রীর অভিযোগ, সওকত দীর্ঘদিন ধরে মদ এবং জুয়া খেলার আসরে পরিবারের টাকা নষ্ট করেন। লালমনির অভিযোগ, আবাস যোজনার টাকা জুয়ার জন্য ব্যবহার করতে দিতে তিনি রাজি হননি বলেই স্বামী এমন চরম পদক্ষেপ নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং অভিযুক্ত ধরা পড়লেই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।