Homeরাজ্যদঃ ২৪ পরগনা'দানা'র আগে সুন্দরবনে হাজির কান্তি গঙ্গোপাধ্যায়, তুললেন চার-পাঁচ বছর ধরে বাঁধে মাটি...

‘দানা’র আগে সুন্দরবনে হাজির কান্তি গঙ্গোপাধ্যায়, তুললেন চার-পাঁচ বছর ধরে বাঁধে মাটি না দেওয়ার অভিযোগ

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: দানার দাপটের আগেই সুন্দরবনে হাজির কান্তি গঙ্গোপাধ্যায়। বুধবার রাতেই প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় তাঁর ছেলে সৌম্যকে সঙ্গে নিয়ে কলকাতার বাড়ি থেকে সোজা রায়দীঘির কুমড়োপাড়ার বাড়িতে গিয়ে হাজির হন।

আয়লা, আমফান, ফণী, ইয়াস, রেমালের মতো বহু ঝড়-ঝাপ্টা সামলেছে সুন্দরবন। এখানকার মানুষ যেমন ঝড়কে চেনে, তেমনি চেনে তাদের কান্তিকেও। আর সেই চেনা একই ছবি। এ বারও ঘূর্ণিঝড়ের আগেই কান্তি পৌঁছে গিয়েছেন সুন্দরবনের উপকূল এলাকা রায়দিঘিতে।

বৃহস্পতিবার সারাদিন তিনি রায়দিঘির কুমোড়পাড়া-সহ আশে পাশের নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখেন। কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। এমনকী তাঁর কুমড়োপাড়ার বাড়ির পাশে স্কুলে অন্যবারের মতন এ বারেও আশ্রয়ের ব্যবস্থা করেছেন।

তিনি এ দিন ঘুরে দেখলেন নদী বাঁধ এলাকা। প্রান্তিক মানুষের কষ্টের কথাও শুনলেন। ঝড়ের সতর্কতা হিসেবে পরামর্শও দিলেন। বাম আমলে তিনি ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী। তবে বর্তমানে মন্ত্রী বা বিধায়ক পদেও নেই।আগের মতো সামর্থ্যও আর নেই। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর শরীরও ভেঙেছে। তবু বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি কোনও কিছুই ভাবেন না।

কান্তি গঙ্গোপাধ্যায় এ দিন বলেন, “প্রশাসন কোনো যোগাযোগ করেনি। করবেও না। তবে প্রতিবার আমি থাকি। যদি রাতে ঝড় আসে। আর পুবের হাওয়া হয় তাহলে নদী বাঁধ টপকে জল ঢুকবে। বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হবে এলাকা”।

তিনি এ দিন এও বলেন, বাঁধের কাজ সেচ দফতর তো করে। ১০০ দিনের কাজে নদী বাঁধে মাটি দেওয়া হয়। গত চার-পাঁচ বছর ধরে সেই মাটি দেওয়া হয়নি।

New Project 11

বর্তমানে এলাকায় বাম নেতৃত্বের সেই দাপট আর নেই। তবে কান্তি গঙ্গোপাধ্যায় আজও সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীদের পাশে থেকে গিয়েছেন। তাই তো কখনো নিজের তাগিদে, কখনো বা ডাক পেয়ে বিপন্ন মানুষদের কাছে ছুটে গিয়েছেন। ‘শীত গ্রীষ্ম বর্ষা কান্তি এখনো ভরসা’ এটাই এলাকার মানুষের কাছে আজও জনপ্রিয়।

অন্য দিকে, এ দিন মথুরাপুরের সাংসদ নবাগত বাপি হালদারও রায়দীঘি ও সাগরের একাধিক নদী বাঁধের এলাকা পরিদর্শন করে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে।

সাম্প্রতিকতম

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে ম্যাচুরিটির তিনবছর পরও টাকা না তোললে ফ্রিজ হবে অ্যাকাউন্ট। বছরে দু’বার এই প্রক্রিয়া চালু করবে ডাকবিভাগ।

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

আরও পড়ুন

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।

বাজি তৈরির সময় বিস্ফোরণ, পাথরপ্রতিমায় বাড়িতে পুড়ে মৃত পাঁচ, জখম একাধিক

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা সোমবার রাতে পর পর...