উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: ভুয়ো ভোটার চিহ্নিত করতে ক্যানিংয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিধায়ক পরেশরাম দাস। দক্ষিণ ২৪ পরগনার দিঘিরপাড় এলাকায় ভোটার তালিকা যাচাই করতে গিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ।
অনেকের আধার কার্ডে বসিরহাটের ঠিকানা, অথচ তাঁরা থাকছেন ক্যানিংয়ে। এ ছাড়া, মৃত ব্যক্তিদের নামও রয়ে গেছে ভোটার তালিকায়। শুক্রবার সকালে বিধায়ক পরেশরাম দাস তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে ভোটার তালিকা যাচাই করেন। অন্তত দুই ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।
দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ১৬২ নম্বর বুথে গিয়েছিলেন। ভোটার তালিকা নিয়ে প্রতিটি বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্য উত্তম পাল ও তন্ময় দাস।দেখা যায়, বেশ কিছু মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকাতে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ক্যানিংয়ের মাতলা ১ নম্বর গ্রামের বিভিন্ন এলাকায় বসিরহাটের কিছু আধার কার্ড পাওয়া গিয়েছে। অনেক দিন ধরেই তাঁরা সেখানে থাকছেন বলে খবর। ভোটার তালিকায় তাঁদের নাম উঠেছে কি?
বিধায়ক জানান, তাঁদের কর্মসূচির মূল উদ্দেশ্য স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। দলীয় কর্মীরা প্রতিটি পঞ্চায়েতের বুথে যাচ্ছেন এবং সন্দেহজনক ভোটারদের বিষয়ে প্রশাসনকে জানানো হচ্ছে। ক্যানিংয়ে ভাড়া থাকা বহু মানুষ ভোটার তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের আগের এলাকার তালিকায় নাম আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।