উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: কুলপিতে দুই তৃণমূল কর্মীর পুকুরে বিষ দেওয়ার অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। অভিযোগের তির আইএসএফের দিকে।
কুলপি ব্লকের কামারচক অঞ্চলের রামসরণ পুরের দুই তৃণমূল কর্মীর দুটি মাছের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েক হাজার টাকার মাছ নষ্ট হয়েছে বলে দাবি। দুটি পুকুরের মালিকরা হলেন রামসরনপুরের বাসিন্দা জলিল মোল্লা ও খলিল মোল্লা।
সোমবার সকালে জলিল মোল্লা ও খলিল মোল্লা পুকুরের দিকে গিয়ে দেখেন পুকুরের চারিদিকে মাছ মরে ভেসে উঠেছে। তারপর পুকুরের জল তুলে নাকে শুকে দেখে তীব্র পচা গন্ধ। তাঁদের অনুমান, পুকুরে বিষ দেওয়ার ফলে মাছগুলো মরে গেছে। পুকুরের মালিকের অভিযোগ রাজনীতির প্রতিহিংসা বশত তাদের পুকুরে বিষ দেওয়া হয়েছে।
এ দিকে, তৃণমূলের অভিযোগের তির আইএসএফের দিকে। এই বুথে তাদের হারিয়ে আইএসএফ জয়লাভ করেছিল।
শাসক দলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, “লোকসভায় পুনরায় নিজেদের হারানো জমির তৃণমূল উদ্ধার করে। আর তারপর থেকে আইএসএফের কুনজরে আমরা। তাই ওরাই এই ধরনের ক্ষতি করতে পারে”।
যদিও পুকুরের মালিক এ ব্যাপারে কোনো রাজনৈতিক দলের ব্যক্তির নাম বলেননি। মূল অভিযোগ করেছেন পঞ্চায়েতের তৃণমূলের প্রধান গোবিন্দ মণ্ডল। তৃণমূলের তোলা এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন আইএসএফের অঞ্চল সভাপতি নূর সালেম মোল্লা।