উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এ বার পুলিশের তৎপরতায় উদ্ধার হল পাচার হয়ে যাওয়া বিশাল পরিমাণ রেশন সামগ্রী।
শনিবার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের তত্বাবধানে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষ বিশেষ একটি টিম নিয়ে কাকদ্বীপের একটি গুদাম ঘরে তল্লাশি চালায়।

রেশনের চাল-সহ (রাজ্য সরকারের দেওয়া পিডিএস-এর মাধ্যমে দরিদ্র মানুষের জন্য নির্ধারিত) মোট ৯১৬ বস্তা চাল (মোট ওজন ২৪১৭৫ কেজি), ৫৩৩ বস্তা রেশনের গম (মোট ওজন ২৬৬৫০ কেজি), ১৭৫ বস্তা রেশনের আটা (মোট ওজন ৮৭৫০ কেজি), পিডিএস লেখা অসংখ্য খালি বস্তা, ১৩৫০ টি পিডিএস-এর ১ কেজি আটার খালি প্যাকেট, ব্যাগ ক্লোজার পাঞ্চিং মেশিন, একটি ট্রাক, (যার নম্বর-WB19H/ 0349) যাতে গম পাচার করা হচ্ছিল। সেগুলি আটক করা হয় এবং গুদামের ম্যানেজার রবীন পান্ডে, কর্মচারী অনুপকুমার গিরি ও তপন মাঝিকে গ্রেফতার করা হয়।

কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক অনিলকুমার রায় ও সুন্দরবন পুলিশ জেলার ডিএসপি, ডিইবি নওসের আলি স্থানীয় ভাবে বিষয়টি তত্বাবধান করেন। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আর এই মামলায় বাকি অভিযুক্ত গ্রেফতারের চেষ্টা চালাচছে পুলিশ। ধৃতদের রবিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।
খবর অনলাইন-এর আরও খবর পড়ুন এখানে:
কেন্দ্রে বিজেপি-কে রুখতে তৃণমূলের সঙ্গে জোট করবে কি সিপিএম? জবাব আরও স্পষ্ট করলেন বিমান বসু
ভোট পরবর্তী হিংসা মামলায় ধরপাকড় শুরু করল সিবিআই, আটক ২
ভোটে হেরেছে বিজেপি, তাই অভিষেককে ইডি-র তলব, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
কয়লা পাচারকাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।