সুন্দরবনের রায়দীঘিতে নির্মিত হতে চলেছে রবীন্দ্রভবন, ব্যয় ৩ কোটি

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি: তিন কোটি টাকা ব্যয়ে শীততাপ নিয়ন্ত্রিত রবীন্দ্রভবন নির্মিত হতে চলছে রায়দিঘিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরের ‘অনুপ্রেরণা’য় সুন্দরবনের রায়দীঘিতে এই শীততাপ নিয়ন্ত্রিত রবীন্দ্রভবন নির্মিত হতে চলেছে স্থানীয় বিধায়ক ডা. অলক জলদাতার উদ্যোগে।

ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করা হয়েছে। বিধায়ক বলেন, এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল এই সাংস্কৃতিক ভবন নির্মাণের ব্যাপারে। নাম দেওয়া হয়েছে রবীন্দ্রভবন। খুব তাড়াতাড়ি নির্মাণের কাজও শুরু হবে। বিধায়ক তহবিল, মথুরাপুর-১ ও মথুরাপুর-২ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে সংগৃহীত ৩ কোটি টাকা ব্যয়ে এই কাজ শুরু হবে।

জানা গেল, মথুরাপুর ২ ব্লকের কাশীনগর বাজার সংলগ্ন এলাকায় ১ বিঘারও বেশি জমিতে এই রবীন্দ্রভবন নির্মিত হবে। প্রায় ৫০০ আসন বিশিষ্ট দ্বিতল এই ভবন। সাংস্কৃতিক মঞ্চ-সহ দর্শক আসনের গ্যালারির ব্যবস্থাও থাকবে।

প্রসঙ্গত, রায়দিঘীর আশপাশে মন্দিরবাজার, মথুরাপুর, পাথরপ্রতিমা,ঢোলা থানা এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কোনও ভবন নেই। একমাত্র বারুইপুর, সোনারপুর ও ডায়মন্ড হারবারে রবীন্দ্রভবন আছে। রায়দিঘিতে এই ভবন নির্মিত হওয়ায় উপকৃত হবেন এলাকার মানুষজন।
বিধায়ক বলেন, “অনেক দিন ধরে কাশীনগর বাজারের কাছে একটি সরকারি জমি পড়ে ছিল। সেই জমি দখল হয়ে যাচ্ছিল। এরপরেই আমি এলাকার মানুষজনের কথা ভেবে রবীন্দ্রভবন নির্মাণের পরিকল্পনা গ্রহন করি। কলেজের যে কোনও অনুষ্ঠান, বিভিন্ন বিষয়ে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা যাবে। পরে ভাড়া নেওয়ার ব্যাপারে ঠিক করা হবেঠ।

এ দিকে, এলাকার মানুষজনও খুশি বিধায়কের এমন উদ্যোগে। স্থানীয় বাসিন্দারা বলেন, যে কোনও বড় অনুষ্ঠানের জন্য বিধানসভা কেন্দ্রে এমন ভবনের দরকার ছিল। বিধায়কের কাছে আমরা দাবিও জানিয়েছিলাম। তাই এই ভবন নির্মাণ হচ্ছে জেনে আমরা খুশি।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটে আলোর রোশনাই, বড়দিনের আগে দোকানে হাজির সান্তা

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.