উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: একটি ক্লাব সংগঠনের উদ্যোগে উদ্ধার হল এক বিরল প্রজাতির বাজ পাখি।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জয়নগরে। জয়নগর-মজিলপুর পুরসভার ব্যানার্জিপাড়ার নতুন সংঘের ক্লাবের পাশে ক্লাবের সদস্যরা একটি বাজ পাখিকে অসুস্থ অবস্থায় দেখতে পান। কালবিলম্ব না করে তাঁরা যোগাযোগ করেন স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে। আর তাদের সহায়তায় বন দফতরের বারুইপুর রেঞ্জ অফিসে তখনই যোগাযোগ করা হয়। রাতেই বন দফতরের বারুইপুর রেঞ্জের বনকর্মী সনাতন সরদার এসে বাজপাখিটিকে উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে বনকর্মী সনাতন সরদার বলেন, এটি একটি বিরল প্রজাতির বাজ। বয়স ৩-৪ মাস। ওজন ৩০০-৩৫০ গ্রাম। বাজটির ডান পায়ে রবারের বেড়ি পরানো ছিল। কেউ বা কারা এটিকে বন্দি করে রেখেছিল। সেখান থেকে কোনো ভাবে এটি পালিয়ে এসে ওই জায়গায় পড়ে ছিল। ডান পায়ে তার চোট আছে।

তিনি বলেন, “এই বাজপাখি ৯-১০ বছর পর্যন্ত বাঁচে। এ টিকে বুধবার পায়ের বেড়ি কেটে চিকিৎসা করা হয়। কয়েকদিন আমাদের পর্যবেক্ষনে রেখে নরেন্দ্রপুর অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে। এই বাজপাখিকে কোনো ভাবেই বন্দি করে রাখা যায় না। এটি সামাজিক অপরাধ। তাই এই জাতীয় কোনো কাজ হলে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেন”।
স্থানীয় ক্লাব সদস্যদের এই ধরনের কাজকে সাধুবাদ জানিয়েছেন পশুপ্রেমীরা।
খবর অনলাইন-এর অন্যান্য প্রতিবেদন পড়তে পারেন এখানে: khaboronline.com
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।