উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : নামখানা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ তৈরিতে বকেয়া অর্থ দেওয়া শুরু হওয়ায় খুশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ২০১৪ সালে নামখানায় হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ হওয়ার ১০ বছর পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বকেয়া অর্থ ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার কাজ শুরু হওয়ায় খুশি তাঁরা।
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায় ১০ বছর আগে তৈরি হয় হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই ব্রিজ তৈরি হওয়ার সময় হাজারেরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়। কয়েক জন আংশিক কিছু ক্ষতিপূরণ পেলেও অনেকে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়।
শেষ পর্যন্ত নামখানা ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে আদালতের দ্বারস্থ হন মনজিৎ মাইতি নামে জনৈক এক ব্যক্তির সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আদালত ইতিমধ্যে বেশ কিছু ক্ষতিগ্রস্ত দোকানদারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়।
সেই মতো ব্যবসায়ীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, আর তাতে খুশির হাওয়া নামখানায়। এই টাকা আগামীদিনে সমস্ত ক্ষতিগ্রস্ত দোকানদাররা পাবে বলে মনে করছেন বর্তমান নামখানা ব্যবসায়ী সমিতি এবং মনোজিৎ মাইতি। প্রায় পঞ্চাশ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে তাঁরা জানান। অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আশায় আছেন।
আরও পড়ুন: ঝাড়গ্রামে আত্মঘাতী চিকিৎসক, আরজি করের ঘটনায় অবসাদ!