উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: শীত পড়তেই পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গেছে সুন্দরবনে। আর বৃহস্পতিবার থেকে সুন্দরবনের জঙ্গলে বাঘ সুমারীর জন্য ট্যাপ ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। এরই মাঝে সুন্দরবনের রায়দীঘি রেঞ্জের চিতুরি বিট অফিসের অধীন মৈপীঠ উপকূল থানার ভুবনেশ্বরীর গড়েরচকে লোকালয়ের কাছে বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ।
গ্রামবাসীরা বৃহস্পতিবার বিকালে এই পায়ের ছাপ দেখতে পায় জঙ্গল লাগোয়া একটি ফিশারির পাশে। খবর দেওয়া হয় বন দফতরের চিতুরি বিট-সহ বন দফতরের আধিকারিকদের কাছে।
এ দিকে বৃহস্পতিবার থেকে জঙ্গলে ক্যামেরার কাজ পরিদর্শনের জন্য জেলা বন আধিকারিক-সহ বন দফতরের বিভিন্ন রেঞ্জের আধিকারিক ও বন কর্মীরা উপস্থিত ছিলেন সুন্দরবনে। খবর আসা মাত্র তাঁরা ঘটনাস্থলে ছুটে যান।এবং শুক্রবার ওই জায়গায় জাল দিয়ে ঘেরার কাজ করা হয়।
স্থানীয় গ্রামবাসীরা বলেন, “গতবছর এই এলাকায় লোকালয়ে বাঘ ঢুকেছিল। কয়েকদিন ধরে থাকার পরে সে জঙ্গলে ফিরে যায়। তাই এ বছর আবার বাঘের পায়ের ছাপ দেখে খুব ভয়ে আছি আমরা”।
এ ব্যাপারে বন দফতরের চিতুরি বিট অফিসার সামীম প্রধান কোনো মন্তব্য করতে চাননি। তবে জেলা বন আধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী বলেন, “এই সময় বাঘ জঙ্গলের বাইরে চলে আসে। কিন্তু ভুবনেশ্বরীর ওই জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেলেও বাঘটি ওখান থেকে জঙ্গলে চলে গেছে। তবে আমরা ক্যামেরা লাগানোর পাশাপাশি জঙ্গলে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলেছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই”।